শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

র‌্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার বন্দর হতে জ্বালানী তেল চোরাই চক্রের সক্রিয় ৩ সদস্য গ্রেফতার

২১০০ লিটার চোরাই ডিজেল, এবং ১টি মিনি কাভার্ডভ্যান জব্দ

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২২, ৫:৫৬ পিএম

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল গত ১৪ আগষ্ট ২০২২ তারিখ বিকালে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন নবীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২,১০০ লিটার চোরাই ডিজেল উদ্ধারসহ জ¦ালানী তেল চোরাই চক্রের সক্রিয় ০৩ সদস্য’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোঃ তাহের (২০), পিতা- মোঃ রহিম, সাং- চর শেরপুর, নয়াপাড়া, থানা- শেরপুর সদর, জেলা- শেরপুর, ২। মোঃ গনি (২২), পিতা- মোঃ সিলমত আলী, সাং- চর শেরপুর, নয়াপাড়া, থানা- শেরপুর সদর, জেলা- শেরপুর, ৩। মোঃ মাহাবুব শেখ (২৪), পিতা- মৃত মমিন শেখ, সাং- চর শেরপুর, নয়াপাড়া, থানা- শেরপুর সদর, জেলা- শেরপুর। এ সময় চোরাই ডিজেল পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তারা তেল চুরি চক্রের সংঘবদ্ধ সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা বিভিন্ন তেলের ডিপো হতে এবং দূরপাল্লার ভারী যানবাহনগুলো রাত্রীকালীন চলাচলের সময় চালকরা ক্লান্ত হয়ে রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিলে বা ঘুমিয়ে গেলে সেই সুযোগ কাজে লাগিয়ে তেল চুরি করে। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মিনি কাভার্ডভ্যানের মাধ্যমে মহাসড়কে চলাচলরত ট্রাক/লরীর তেলের ট্যাংকি হতে গোপনে তেল চুরি করে আসছিল। এই সকল তেল চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন