ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্যাকে গ্রেফতার করেছে পুলিশ।
করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ কার্যকরকে কেন্দ্র করে সালথায় সহিংস তাণ্ডবের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) ওই ইউনিয়ন এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক এ তথ্য গনমমাধ্যম কে নিশ্চিত করেছেন।
ওসি শেখ সাদিক বলেন, খায়রুজ্জামান বাবুর নামে সালথার সহিংস তাণ্ডবের মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
গত ২০২১ সালের ০৫ এপ্রিল সালথায় করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ কার্যকরকে কেন্দ্র করে সন্ধ্যায় সহিংসতায় উপজেলা পরিষদ, থানা, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন, উপজেলা কৃষি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা চেয়ারম্যানের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় পুলিশ সালথা উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবুসহ ৪৮৮ জনকে অভিযুক্ত করে ফরিদপুরের আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন