মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মধ্য দিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু করেছে। আজ রোববার থেকে শুরু হয়ে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত ২০ দিন নতুন ভোটার, বাদ পড়া ভোটার এবং মৃত ভোটারদের তথ্য সংগ্রহের জন্য তথ্য সংগ্রহকারী কর্মকর্তারা বাড়ি বাড়ি যাবেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহমেদ জানান, যাদের জন্ম ২০০৭ সালের পহেলা জানুয়ারি কিংবা তার পূর্বে তারা তথ্য সংগ্রহকারীর নিকট নির্ধারিত দিনে প্রয়োজনীয় কাগজপত্র, তথ্য প্রদান করে এবং নির্ধারিত দিনে স্বাক্ষর, আঙ্গুলের ছাপ ও ছবি তোলার জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন কেন্দ্রে এসে ভোটার হতে পারবেন।
নির্বাচন কর্মকর্তা আরও জানান, উপজেলার ১০টি ইউনিয়নের ভোটারদের তথ্য সংগ্রহের জন্য মাঠে ৬৮ জন তথ্য সংগ্রহকারী ও ১৩ জন সুপারভাইজার কাজ করছেন।#
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন