শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

তিন দশকের ক্যারিয়ারে প্রথমবার একক কনসার্টে বাপ্পা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২২, ১১:১২ এএম

৩০ বছরের ক্যারিয়ারে এই প্রথম একক স্টেজ পারফরমেন্সে অংশ নিতে যাচ্ছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। এয়ারস্টার নিবেদিত এবং এলাইভ আয়োজিত এই কনসার্টের নাম 'অ্যালাইভ এক্সপেরিয়েন্স'।

বাপ্পা মজুমদার বলেন, 'প্রথম একক শো করতে যাচ্ছি, বিষয়টি অন্যরকম। ৩০ বছরের ক্যারিয়ার অথচ একক কনসার্ট করা হয়নি। অনেকের কাছে বিষয়টি অবাক লাগলেও- এটা সত্যি। আশা করছি, শ্রোতাদের প্রত্যাশা পূরণ করতে পারব।'

জানা গেছে, আগামী ২৩ সেপ্টেম্বর রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরার ৩ নম্বর হলে কনসার্টটি অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টা থেকে রাত পর্যন্ত চলবে এ আয়োজন। অতিথি শিল্পী থাকবেন দিলশাদ নাহার কণা ও ডি'রকস্টার শুভ।

কনসার্টের আয়োজকরা জানিয়েছেন, শ্রোতারা ৬শ’, ১২শ’ ও ৩ হাজার টাকা দামে যে কোনও একটি টিকিট সংগ্রহ করে এই কনসার্ট উপভোগ করতে পারবেন। ১০ সেপ্টেম্বর থেকে স্বাধীন-অ্যাপসহ নির্দিষ্ট কিছু স্থানে টিকিট পাওয়া যাবে।

উল্লেখ্য, প্রখ্যাত সংগীতজ্ঞ বারীণ মজুমদার ও সংগীতশিল্পী ইলা মজুমদার দম্পতির সন্তান বাপ্পা মজুমদার। ১৯৯৫ সালে ‘তখন ভোরবেলা’ নামের একক অ্যালবাম দিয়ে অভিষেক হয় তার। তবে ৯০ দশকের শুরু থেকেই তিনি সংগীতজীবন শুরু করেন গিটার বাদক হিসেবে। তিন দশকে তার সুর-সংগীত-কণ্ঠে ১১টি একক অ্যালবাম প্রকাশ পায়। এর বাইরে ব্যান্ড দলছুটের ৭টি ছাড়াও অসংখ্য দ্বৈত ও মিশ্র অ্যালবাম তো রয়েছেই। নিজের অ্যালবামের বাইরে অন্যদের জন্যও অসংখ্য গান ও অ্যালবাম তৈরি করেছেন বাপ্পা মজুমদার।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন