বিনোদন ডেস্ক : নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার। তার এই মিউজিক ভিডিওর নাম কষ্টবাসর। গানটি লিখেছেন মিজানুর রহমান সামী। সুর-সঙ্গীতও করেছেন বাপ্পা মজুমদার। তার সাথে কণ্ঠ দিয়েছেন ফারিয়া প্রমি। ভিডিও নির্মাণ করেছেন ইমরান কবির হিমেল। চিত্রগ্রহণে ছিলেন নাজমুল হাসান। নারায়ণগঞ্জে রূপগঞ্জের জিন্দাপার্কে গানটির চিত্রায়ন হয়। গীতিকার সামী বলেন, বাপ্পা ভাইয়ের গায়কী নিয়ে নতুন করে কিছু বলার নেই। নতুন শিল্পী হিসেবে ফারিয়া প্রমি অসাধারণ গেয়েছেন। ফারিয়া প্রমি বলেন, বাপ্পা ভাই আমার গায়কী অনুযায়ী গাইতে দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী গেয়েছি। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে। কষ্টবাসর প্রযোজনা করেছে ইটিউনস। মিউজিক ভিডিও নির্মাণ করেছে এপিক ৩৬০। শীঘ্রই ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন