অভিনেতা শোয়েব ইব্রাহিম বেশ দীর্ঘসময় ধরে ছোট পর্দা থেকে অনুপস্থিত আছেন। তবে অল্প কিছুদিন পরই তাকে আবার টিভিতে দেখা যাবে।
জানা গেছে, স্টার প্লাসের আসন্ন একটি সিরিজে অভিনয় করবেন।
শোয়েবকে সর্বশেষ দেখা গেছে ‘সাসুরাল সিমার কা’ সিরিয়ালে। কালার্স টিভির সিরিয়ালটিতে তিনি ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত প্রেম রাজেন্দ্র ভরদ্বাজের ভূমিকায় অভিনয় করেছেন। ধীরাজ ধুপার তার স্থলাভিষিক্ত হন।
একটি বিনোদন পোর্টাল জানিয়েছে শোয়েব একটি সীমিত পর্বের সিরিজে অভিনয় করবেন। তিনিই এতে কেন্দ্রীয় ভূমিকায় থাকবেন। এই সিরিজটি নির্মাণ করবে ‘বালিকা বধূ’র প্রডাকশন হাউস স্ফিয়ার অরিজিন।
‘সাসুরাল সিমার কা’ সিরিয়ালে তার প্রেমিকা দীপিকা কাকার এখনো সিমারের ভূমিকায় অভিনয় করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন