শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিজয় দিবসের দুই নাটকে অর্ষা

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বিজয় দিবস উপলক্ষে অভিনেত্রী অর্ষা দুটি বিশেষ নাটকে অভিনয় করেছেন। একটি অরণ্য আনোয়ারের ‘ছোট বাড়ি বড় বাড়ি’ এবং অন্যটি তারিক মুহাম্মদ হাসানের ‘আলোর পথে’। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত ‘ছোট বাড়ি বড় বাড়ি’ নাটকে অর্ষাকে দেখা যাবে লাকী চরিত্রে এবং প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের মঞ্চ নাটক ‘চারিদিকে যুদ্ধ’র অনুপ্রেরণায় নির্মিত ‘আলোর পথে’ নাটকে অর্ষাকে দেখা যাবে নীলা চরিত্রে। এরইমধ্যে দুটি নাটকেরই কাজ শেষ করেছেন অর্ষা। দুটি চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে পেরে ভীষণ খুশি এই অভিনেত্রী। অর্ষা বলেন, ‘সবসময়ই আমি চেষ্টা করেছি ভালো গল্পের নাটকে কাজ করতে। পুরো গল্পটিতে আমার চরিত্রের যেন একটি বিশেষত্ব থাকে, সেদিকে দৃষ্টি রাখার চেষ্টা করি। বিজয় দিবসের দুটো নাটকেই যে দুটি চরিত্রে অভিনয় করেছি, দুটোই বেশ গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং। অনুভুতি এমন যে মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু কাজ করতে গিয়ে সেই সময়টার সঙ্গে আমার দেখা হয়েছে। মুক্তিযোদ্ধারা কতো কষ্ট করে এই দেশ স্বাধীন করেছেন তা কিছুটা হলেও বুঝতে পেরেছি। তাই আবারো সেইসব বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সশ্রদ্ধ সালাম। দর্শকের কাছে অনুরোধ থাকবে দুটি নাটকই দেখার জন্য।’ বিজয় দিবসে ‘ছোট বাড়ি বড় বাড়ি’ প্রচার হবে চ্যানেল আইতে এবং ‘আলোর পথে’ প্রচার হবে এনটিভিতে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন