বিনোদন ডেস্ক : ভিশন নিবেদিত বিজয় দিবসের বিশেষ নাটক ‘রক্ত¯œান’। প্রচার হবে ১৬ ডিসেম্বর রাত ৯:৪৫ মিনিটে দেশ টিভিতে। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান এবং নুশরাত ইমরোজ তিশাকে। নাটকটিতে দেখা যাবে, অল্পের জন্য গুলিটা মিস করে যায় ই.পি.আর-এর ল্যান্সনায়েক মুক্তিযোদ্ধা হামিদুর রহমানকে। অবশ্য সেই সময়ে সে পা পিছলে ব্রিজ থেকে শঙ্খ নদীতে না পড়লে ঠিকই গুলিটা লাগতো। হামিদুর তার শরীরের কাছ দিয়ে হুশ করে চলে যাওয়া গুলির শব্দটা ঠিকই শুনেছিলেন। এই ব্রিজে তাদের দলটির হানাদারের আক্রমণের শিকার হওয়ার কথা ছিল না। কিন্তু তাদের মাথায় রাজাকার বাহিনীর কথাটা মাথায় আসেনি। তারাও যে ওঁৎ পেতে থাকতে পারে কেউ তা ভাবেনি। অতর্কিত আক্রমণে চোখের সামনে দুজন মুক্তিযোদ্ধা ঢলে পড়ল কিছু বুঝে উঠার আগেই। দৌড়ে কাভার নেয়ার আগেই পা পিছলে নিচে পড়ে যায় হামিদুর। আর সাথে সাথে শঙ্খ নদীর খরস্রোতা তাকে টেনে নিয়ে যায় বহুদূর। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে একটা ঘন জঙ্গলের পাড়ে আবিষ্কার করে। মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত নাটকটি চিত্রায়ন করা হয়েছে গাজীপুরের ভবানীপুর-এর বিভিন্ন মনোরম লোকেশানে। হিমেল আশরাফের পরিচালনায় নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, কাদেরি, জাহাঙ্গিরসহ আরো অনেকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন