আগস্টে ‘এক থা রাজ এক থা রানি’ সিরিয়ালের অভিনেতা সিদ্ধান্ত কারণিককে বিয়ে করার পর বেশ কিছু দিন ছোট পর্দা থেকে অনুপস্থিত ছিলেন অভিনেত্রী মেঘা গুপ্ত। অবশেষে তিনি যে কাজটি ভাল করেন সেটি করার জন্য ফিরছেন, অর্থাৎ আবার তাকে অভিনয় করতে দেখা যাবে।
লাইফ ওকে চ্যানেলের ‘ড্রিম গার্ল’ সিরিয়ালেই তাকে শেষ দেখা গেছে। তিনি এতে কেন্দ্রীয় নারী চরিত্র আরতীর ভূমিকায় অভিনয় করতেন। এবার তিনি এই চ্যানেলের একটি সিরিয়ালে গৃহবধূর ভূমিকায় অভিনয় করবেন। জয় মেহতা প্রযোজিত সিরিয়ালটির এখনও নামকরণ হয়নি।
সিরিয়ালটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র বলেছে, “এক ফরেস্ট অফিসারকে নিয়ে সিরিয়ালটির গল্প। মেঘা তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন। তাদের কন্যার জন্ম আর এক বাঘিনীর শাবকের জন্ম হয় একই সময়। এর ফলে বাঘিনীর সঙ্গে দম্পতির এক নিবিড় সম্পর্কের সৃষ্টি হয়। একসময় শাবকটিকে কেউ সরিয়ে ফেললে বাঘিনীটি উন্মত্ত হয়ে যায়। এটি এমন এক নায়কের গল্প যে দায়িত্ব আর আবেগের মাঝে বিভক্ত হয়ে পড়ে।”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন