শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিজয় দিবসে সুস্মিতা আনিস-এর দেশের গান

প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:৪০ এএম, ১৬ ডিসেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক : বিজয় দিবস উপলক্ষে শেখ সাদি খানের সুরে ও মুনিরুজ্জামান মুনিরের কথায় ‘এ প্রাণ আমার বাংলাদেশ’ শিরোনামে দেশাত্মবোধক একটি গানে কণ্ঠ দিয়েছেন সুস্মিতা আনিস। গানটির সঙ্গীতায়নের কাজ করেছেন ভারতের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও পরিচালক অনুপম রায়। গাজী শুভ্র’র পরিচালনায় গানটির মিউজিক ভিডিও সম্পন্ন হয়েছে। গাংচিলের ব্যানারে গানটির মিউজিক ভিডিও অনলাইনে পাওয়া যাচ্ছে। পদ্মা নদীর প্রত্যন্ত একটি চরে মিউজিক ভিডিওটির চিত্রগহণ ধারণ করা হয়। ভিডিওতে সুস্মিতার পাশাপাশি ৫০ জন বিভিন্ন বয়সী শিশু, কিশোর ও যুবক এতে অংশ নেয়। এ গানের ভিডিও ধারণ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ যে কত রূপ বৈচিত্র্যের দেশ, তা নিজ চোখে না দেখলে বোঝা যায় না। ঢাকার অদূরে এমন বিস্তৃত চরাঞ্চলের খবর অনেকেরই হয়তো অজানা। ভোরের স্নিগ্ধ সকালে কুয়াশার চাদর মনকে উতলা করে দেয় এই চর। সুস্মিতা বলেন, যেহেতু দেশাত্মবোধক গানটি তরুণ প্রজন্মকে নিয়ে গাওয়া হয়েছে, তাই গানটির মিউজিক ভিডিওতে তাদের উপস্থিতি রাখা হয়েছে। গানটিতে আধুনিক সরঞ্জামের ব্যবহারসহ বাংলাদেশের বিভিন্ন জায়গার চোখ ধাঁধানো দৃশ্য রয়েছে। এছাড়া ভিডিওটিতে বাংলাদেশের বিভিন্ন সময়ে অর্জিত সাফল্য থাকবে বলেও জানান সুস্মিতা। উল্লেখ্য, সংস্কৃতিমনা পরিবার থেকে বেড়ে উঠেন সুস্মিতা আনিস। ফুপু বাংলাদেশের প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী ফিরোজা বেগমের তত্ত¡াবধানে নিজের গানের ভিত্তি গড়েন তিনি। পাঁচ বছর বয়স থেকে ফিরোজা বেগমের কাছে সঙ্গীতের বিভিন্ন শাখায় তালিম নেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন