শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

বইয়ের প্রতি আগ্রহ কমছে

মোহাম্মাদ যায়েদ | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

একটা সময় ছিলো যখন স্মার্ট ফোন ছিলো দুর্লভ একটি বিষয়। সেই সময় মানুষের আগ্রহ ছিলো বই পড়ার প্রতি, গল্প করার প্রতি। অনেক সামর্থ্যবানদের বাড়িতে থাকতো নিজস্ব গ্রন্থাগার। এখন সেই সব গল্প শুধুই অতীত। এ যুগে ঘরে ঘরে পাঠাগার না পাওয়া গেলেও স্মার্ট ফোন ঠিকই পাওয়া যায়। কিন্তু মানুষের শরীরের জন্য যেমন খাদ্যের দরকার, তেমনি মনের খাদ্যও তার প্রয়ােজন। এই প্রয়োজন মেটাতে পারে পাঠাগার। তবে কাল পরিক্রমায় নিজস্ব পাঠাগার আজ প্রায় বিলুপ্তর পথেই। নতুন প্রজন্ম আগ্রহও হারাচ্ছে বইয়ের প্রতি। এমন যদি চলতেই থাকে তাহলে হয়তো আগামী প্রজন্ম আস্তে আস্তে ভুলেই যাবে বইয়ের কথা। তাই এখনই আমাদের সচেতন হতে হবে এবং বই পড়া আর পাঠাগার স্থাপনে আগ্রহ বাড়াতে হবে এবং ছোটদেরও উৎসাহিত করতে হবে বেশি বেশি বই পড়তে।

শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন