বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরকসহ ১২ মামলার পলাতক আসামী ডাকাত আরিফ অবশেষে চুরির মামলায় গ্রেফতার

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২২, ৪:০২ পিএম

মেহেরপুরসহ বিভিন্ন থানার ডাকাতি, অস্ত্র, চুরি ও বিস্ফোরকসহ ১২ টির অধিক মামলার দীর্ঘদিনের পলাতক আসামী কুখ্যাত ডাকাত আরিফকে অবশেষে ময়মনসিংহের ফুলপুর থানার চুরির মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন এমসি বাজার এলাকা হইতে তাকে গ্রেফতার করে ফুলপুর থানা পুলিশ। সে মেহেরপুরের পিরোজপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে। বর্তমানে গাজীপুরের শ্রীপুর থানার মুলাইদ এলাকায় সুফিয়া ফ্যাক্টরী সংলগ্ন আফাজ উদ্দিনের বাসার ভাড়াটিয়া ছিল।

জানা যায়, ময়মনসিংহের সুযোগ্য পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভুঞা পিপিএম এর নির্দেশনায় ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের তত্বাবধানে ফুলপুর থানার মামলা নং-৩১, তাং-২২/১১/২০২২ ইং ধারা- ৩৭৯ দন্ডবিধি এর তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মোফাখখির উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে মোটর সাইকেল চুরির ঘটনায় জড়িত আসামী হিসেবে আরিফ মিয়া ওরফে আরিফ ডাকাত (৪৫)কে বুধবার রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন এমসি বাজার এলাকা হইতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আরিফ ডাকাতকে পুলিশ রিমান্ডের আবেদনসহ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে (১) মেহেরপুর সদর থানার এফআইআর নং-২২/৪৩, তারিখ- ১৭ ফেব্রুয়ারি, ২০১৯; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; (২) মেহেরপুর সদর থানার এফআইআর নং-২৩/৪৪, তারিখ- ১৭ ফেব্রুয়ারি, ২০১৯; ধারা- ১৯ (a) ১৮৭৮ সালের অস্ত্র আইন; , স্পেশাল ট্রাইবুন্যাল কোর্ট মামলা নং-১৬/১৯.,(৩) মেহেরপুর এর মুজিবনগর থানার এফআইআর নং-০২, তারিখ- ০৭ সেপ্টেম্বর, ২০১০;- ধারা- ৩ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; তৎসহ ৩৯৬ পেনাল কোড-১৮৬০; (৪) চুয়াডাঙ্গা এর দামুড়হুদা থানার জি আর নং-০৪/০৯, তারিখ- ০৬ জানুয়ারি, ২০০৯; - ধারা- ৩৭৯/৫১১ পেনাল কোড-১৮৬০;(৫) মেহেরপুর এর মুজিবনগর থানার এফআইআর নং-৬, তারিখ- ১৭ আগস্ট, ২০১১; ধারা- ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড-১৮৬০; (৬)মেহেরপুর জি.আর নং-৪১১/১৪, (৭) মেহেরপুর জি.আর নং-৪২৭/১৩. (৮) স্পেশাল ট্রাইবুন্যাল কোর্ট মামলা নং-৫৬/১৭. (৯) মেহেরপুর জি.আর নং-৭২২/১৩, (১০) স্পেশাল ট্রাইবুন্যাল কোর্ট মামলা নং-২৬০/১৩, (১১)মেহেরপুর জি.আর নং-০৪/০৯।স্পেশাল ট্রাইবুন্যাল কোর্ট মামলা নং-৬৩/১২.(১২) মেহেরপুর জি.আর নং-৪১১/১৬।স্পেশাল ট্রাইবুন্যাল কোর্ট মামলা নং-৭৩/১৭.সহ একাধিক মামলা রয়েছে।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আরিফ মেহেরপুরসহ বিভিন্ন থানার ডাকাতি, অস্ত্র, চুরি ও বিস্ফোরকসহ ১২ টির অধিক মামলার আসামী। সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন