শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এবার রোহিঙ্গাদের নিয়ে গাইলেন এস আই টুটুল ও মানিক

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: স¤প্রতি আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে প্রকাশিত হয়েছে রোহিঙ্গা, রোহিঙ্গা, রোহিঙ্গা পিপল শিরোনামের গান। কণ্ঠ দেন দিনাত জাহান মুন্নী, রাজীব, এলিটা, ইতি ও স্মরণ। এবার আসছে এসআই টুটুল ও আমিরুল মোমেনীন মানিকের কণ্ঠে আরেকটি গান। আরাকান জ্বলে পৃথিবী, তবুও জ্বলে না তো প্রতিবাদে, বিচারের বাণী নিভৃতে নয়, চিৎকার করে কাঁদে। মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চলমান হামলা ও গণহত্যার প্রতিবাদে এমনই কথায় সাজানো হয়েছে গানটি। গানের কথা লিখেছেন বিলাল হোসাইন নূরী ও সুর করেছেন মাহফুজ বিল্লাহ শাহী। সঙ্গীতায়োজন করেছেন এস কে সমীর। প্রযোজনা করেছে সারেগামা একাডেমি। এসআই টুটুল বলেন, মানুষ মানুষের সুখের সময়ের সঙ্গী হতে পারে খুব সহজেই। আমি মনে করি, কষ্টের ভাগ নিতে পারাটাও সৌভাগ্যের। রোহিঙ্গাদের অত্যাচারের প্রতিবাদে একটি গানে কণ্ঠ দিতে পেরে অনেক ভালো লাগছে। শিগগিরই বিভিন্ন মাধ্যমে গানটি প্রচার হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Billal Masum ২৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০১ পিএম says : 0
Thanks টুটুল ও মানিক ভাই
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন