শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিশ্বে সাইবার নিরাপত্তায় বাংলাদেশের অবস্থান ৩২তম

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:১৭ পিএম

ডিজিটাল নিরাপত্তা এজেন্সি , তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক সেমিনার আজ শনিবার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম ।
প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, গতানুগতিক সিস্টেম থেকে ডিজিটাল সিস্টেমে আসার জন্য পরিবর্তনের যে মানদন্ড আছে তা অনুসরণ করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণের বিষয়ে কাজ করছে বর্তমান সরকার। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার বর্তমান রূপই হচ্ছে আজকের ডিজিটাল বাংলাদেশ। ই-গভর্ন্যান্স, আইটি স্কিল, আইটি ইনফ্রাস্ট্রাকচার, আইটি ইন্ডাস্ট্রি এ চারটি ভিত্তির ওপর একটি দেশের ডিজিটালাইজেশন নির্ভর করে। বর্তমানে আমাদের দেশে মোবাইল কানেকশন রয়েছে ১৫ কোটির ওপর এবং ব্রডব্যান্ড সেবা পৌছে গেছে ৪ হাজারেরও বেশি ইউনিয়নে। আমাদের সফটওয়্যার, হার্ডওয়্যার তৈরি করার মতো সক্ষমতা তৈরি হয়েছে। ফ্রিল্যান্সিং সেক্টরে নিরব বিপ্লব ঘটে যাচ্ছে। এমন অনেক ফ্রিল্যন্সার আছেন যাদের মাসিক আয় গড়ে ১০০০ ডলারের ওপরে। করোনাকালীন আমরা আমাদের ডিজিটালাইজেশনের সক্ষমতা দেখিয়েছি। সাইবার জগতে আমরা একটি সম্মানজনক অবস্থান তৈরি করেছি। সারা বিশ্বে সাইবার নিরাপত্তায় আমাদের অবস্থান ৩২ তম।
তিনি আরো বলেন, সাইবার নিরাপত্তার জন্য আমাদের সচেতনতা প্রয়োজন। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের সাইবার সিকিউরিটি বিষয়ে অবহিত করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ নজরুল ইসলাম, প্রবন্ধ উপস্থাপন করেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সাজিদ হোসেন, স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী। কর্মশালায় বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ গ্রহণ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন