স্টাফ রিপোর্টার : রাজধানীতে চারটি প্রতিষ্ঠানকে গতকাল মঙ্গলবার বিভিন্ন অনিয়মের দায়ে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এপিবিএন-৫-এর সহকারী পুলিশ সুপার মো: সাইদুর রহমান রুবেল এবং ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক (উপসচিব) মো: আব্দুল মজিদ ও সহকারী পরিচালক ফাহমিনা আক্তার এ অভিযান পরিচালনা করেন।
এপিবিএন-৫-এর অপারেশন্স অফিসার সহকারী পুলিশ সুপার মো: সাইদুর রহমান রুবেল জানান, বিএসটিআই লাইসেন্সবিহীন পণ্যসামগ্রী মজুদ রেখে বিক্রয় করায় মিরপুরের কারমাইকেল রোডস্থ হাজী আমিন সুইটস্ অ্যান্ড বেকারির ম্যানেজার সোহাগ মিয়াকে ৬০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় খাবার পণ্য উৎপাদন করায় এলিফ্যান্ড রোডের শর্মা কেবাশীষ হাউজের ম্যানেজার খালিদকে ৩০ হাজার টাকা, মেসার্স লবস্টার কিং রেস্টুরেন্টের মালিক কাজী আজাদুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নিউ ভাই ভাই স্টোরে ক্লাসিক প্রজেস্ট চিজের গায়ে উৎপাদন ও মেয়াদ উর্ত্তীণের তারিখ লিপিবদ্ধ না করায় ব্যবস্থাপক মো: জহিরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন