২০১০ সালের রোমান্টিক ড্রামা ‘দ্য লাস্ট সঙ’-এর সেটেই অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে মাইলি সাইরাসের পরিচয় এবং তার পর অন্তরঙ্গতা। মাইলির আশা তিনি আরেকবার লিয়ামের সঙ্গে পর্দা শেয়ার করবেন।
সেটে পরিচয়ের পর দীর্ঘদিন প্রেম করার পর ২০১২তে লিয়াম আর মাইলি বাগদানের ঘোষণা দেন। এরপর বিভিন্ন কারণে এক বছর পরই তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। ২০১৫তে তারা সন্ধি করেন এবং আবার বাগদান করেন। আর এখন মাইলি তার হবু বরের সঙ্গে আরও একটি চলচ্চিত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করলেন।
“মাইলি ২০১৭তে আরও কিছু চলচ্চিত্রে কাজ করতে চান এবং এরমধ্যে একটি লিয়ামের সঙ্গে হলে তার ভালো লাগবে। সেটি কমেডি হতে পারে, আবার এমন রোমান্টিক ফিল্ম হতে পারে যার দুটি চরিত্র পরস্পরকে অপছন্দ করে। তবে লিয়ামের সঙ্গে বিয়ের আগে তিনি এর কাজটি করতে চান।
কারণ তিনি এখন লিয়ামের সঙ্গে তার সময় খুব উপভোগ করছেন,” সূত্র বলেছে।
লিয়াম-মাইলির বিয়ের তারিখ এখনও স্থির হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন