রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

পার্বতীপুরে বৈদ্যুতিক লাইনের নিচে ইটভাটা!

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ জলিল সরকার : দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে আনিছুর রহমান (৪৫) নামে এক ইটভাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ২ জানুয়ারি উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের শালবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের এবিএম ইট ভাটায় এ দুর্ঘটনা ঘটে। সে একই ইউনিয়নের দুর্গাপুর নয়াপাড়া গ্রামের মৃত শুকারুর ছেলে। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ১১ হাজার কেভির বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিচে ভাটা তৈরি করে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের হযবৎপুর ডাঙ্গাপাড়া গ্রামের হাফিজুর রহমান ডাবøু। ঝুঁকিপূর্ণ ওই ভাটা পরিবেশ অধিদফতরের অনুমোদনও লাভ করে। তিনি ইট তৈরির জন্য ইটভাটায় বিশাল স্তুপাকারে মাটি জমা করেন। যা বৈদ্যুতিক লাইনের কাছাকাছি চলে যায়। ওই মাটির স্তুপের ওপর উঠে মাটি সরানোর সময় অসাবধানতা বশতঃ কোদাল লাগলে শ্রমিক আনিছুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় দ্রæত স্থানীয় এক ডাক্তারের কাছে নেয়ার পথে সে মারা যায়। ভাটা ম্যানেজার মোস্তফা জানান, নিহত শ্রমিক পরিবারের এক মাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এ ছাড়াও তার তিন নাবালক সন্তান রয়েছে। তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে ওই পরিবারকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন