সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নাট্য সংগঠন এথিক-এর সভাপতি হলেন রেজানুর রহমান

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : নতুন প্রজন্মের নাট্য সংগঠন এথিক-এর দায়িত্বভার গ্রহণ করেছেন বিশিষ্ট নাট্যকার, সাংবাদিক, কথা সাহিত্যিক, বিনোদন পাক্ষিক আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান। গত ৩০ ডিসেম্বর শুক্রবার ঢাকার পরিবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এথিক-এর দ্বিবার্ষিক সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে রেজানুর রহমানকে এথিক-এর সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সংগঠনের বিদায়ী বছরের আহŸায়ক নাট্যকার ও সংগঠক অপু শহীদ নতুন কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য সদ্যস্যরা হলেন, সহ সভাপতি হাসান আরা ডালিয়া, রবিউল হাসান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মনি কানচন, অর্থ সম্পাদক সুকর্ন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিন্টু সরদার, দপ্তর সম্পাদক ইমতিয়াজ আসাদ, প্রচার সম্পাদক পথিক পলাশ এবং কার্যকরী সদস্য নীরা আহমেদ ও শাওন শাহ। উল্লেখ্য, নাট্য সংগঠন এথিক ৮ বছরের পদার্পন করেছে। এ উপলক্ষে ৬ ও ৭ জানুয়ারি সেগুনবাগিচাস্থ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী এক আনন্দ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের আওতায় ৬ জানুয়ারি সকাল ১০টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ‘মঞ্চ নাটকের সংকট ও উত্তরণ ভাবনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। উৎসবের শেষ দিন ৭ জানুয়ারি সন্ধ্যে ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সংগঠনের আলোচিত নাটক ‘চন্ডিদাস’ মঞ্চস্থ হবে। তার আগে বিকেলে উৎসব প্রাঙ্গণে প্রীতি সম্মিলনী ও গানের আসর অনুষ্ঠিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন