শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

তদবির এড়াতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একক ক্ষমতা স্থগিত

সরকারি প্রাথমিকের শিক্ষক বদলি

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : তদবির এড়াতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একক ক্ষমতা স্থগিত করা হয়েছে। শিক্ষক বদলি নির্দেশিকা ২০১৫ এর ১.২ ও ২.৮ নির্দেশিকাটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করে গতকাল (মঙ্গলবার) এক আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষক বদলি নির্দেশিকার ১.২-এ বলা হয়েছে, সাধারণভাবে প্রতিবছরের জানুয়ারি-মার্চ মাসের মধ্যে একই উপজেলা/থানা, আন্তঃবিদ্যালয়, আন্তঃউপজেলা/আন্তঃথানা, আন্তঃজেলা, আন্তঃসিটি করপোরেশন এবং আন্তঃবিভাগ বদলি করা যাবে। তবে এই সময়ের মধ্যে বদলি সম্পন্ন করা না গেলে মন্ত্রণালয় যে কোন সময়ের মধ্যে বদলি কার্যক্রম সম্পন্ন করতে পারবে। এই ধারাটি স্থগিত করে বদলির ক্ষেত্রে মন্ত্রণালয়ের একক ক্ষমতা হ্রাস করা হয়েছে। বদলির প্রক্রিয়াতে কোনো ব্যত্যয় হলে সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী থাকবেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে ২.৮-এ বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনস্বার্থে যে কোনো কারণে যে কোনো শিক্ষককে যে কোনো সময়ে বদলি করতে পারবে। অফিস আদেশে কিছু বলা না হলেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, অনেক শিক্ষক ঢাকায় ও বিভিন্ন সিটি করপোরেশন এলাকায় বদলি হতে কয়েক মাস ধরে মন্ত্রণালয়ে তদবির করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন