শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

হলুদ সরষে ক্ষেতে শিশুর হাসি

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

টি এম কামাল, কাজিপুর (সিরাজগঞ্জ) থেকে : এবার বন্যার পানি চলে যাওয়ার পরপরই মাঠের পর মাঠ কৃষকরা সরিষা আবাদ করেছে। এবার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সরিষার বাম্পার ফলন হবে বলে উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে। সরিষা ক্ষেতের পাশে বাণিজ্যিকভাবে মধু আহরণের জন্য পালিত মৌমাছির বাক্স লাইন ধরে সাজিয়ে রাখা হয়েছে। হলুদ আর কুয়াশাচ্ছন্ন আকাশের মাঝে সকালে রোদ উঁকি দিলে শিশু, কিশোর, আবালবৃদ্ধবণিতা সকলে সরিষা ক্ষেতে রোদের হালকা তাপে সরিষা শাক তুলতে নেমে পড়ে। প্রাণবন্ত শিশুরা ক্ষেতে নেমে তাদের আনন্দ, উচ্ছ্বাস প্রকাশ করে। এ যেন গ্রামীণ ঐতিহ্যের এক অপরূপ নিদর্শন। কাজিপুর উপজেলার মেঘাই, সোনামুখী, চালিতাডাঙ্গা, ভানুডাঙ্গা, পাঁচগাছি, হরিনাথপুর, গান্ধাইল, আলমপুর, শুভগাছা, শিমুলদাইড়, নাটুয়ারপাড়া, তোকানী, জজিরা, চরচিন্না, মাজনাবাড়ী, রঘুনাথপুর, চরগিরিশ, কুমারিয়াবাড়ী ও চরভানুডাঙ্গা গ্রামে এবার ব্যাপকভাবে সরিষার আবাদ করা হয়েছে। কৃষি বিভাগ বাণিজ্যিকভাবে মধু আহরণে জন্য কৃষকদের সরিষা আবাদ করার জন্য উদ্বুদ্ধ করে থাকে। চরাঞ্চলে ব্যাপকভাবে সরিষা চাষ হচ্ছে। ফলে চরাঞ্চলে পাল্টে যাচ্ছে চাষাবাদের চিত্র। সরিষা চাষে অল্প খরচ হয়। আর সরিষা চাষের পর বোরো আবাদের ভালো ফলন হওয়ায় কৃষকরা চাষাবাদের চিত্র পাল্টে ফেলেছেন। এ সময়গুলোতে চরাঞ্চলে হয়তো পতিত জমি হয়ে থাকতো কিংবা কেউ কেউ স্বল্প পরিসরে সরিষা চাষ করেন। কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে ৯শ ৬০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। মাজনাবাড়ী গ্রামের কৃষক আফজাল হোসেন, লুৎফর রহমান, চরচিন্না গ্রামের দুদু সরকার, ও মল্লিাকপাড়া গ্রামের কৃষক আব্দুস সাত্তার, আবুল হোসেন বলেন, ‘বন্যার পর আমরা সরিষার আবাদ করছি। আশা করি ফলন ভালা হইবো। কৃষক নবাব আলী বলেন, ‘আমি এ বছর চার বিঘা জমিতে তিন বিঘা জমিতে সরিষা চাষ করছি। অল্প খরচে এবং অল্প সময়ে আমরা ভালা ফলন পাইয়া থাকি। বাজারে চাহিদাও বেশি।’ কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রহমান দৈনিক ইনকিলাবকে জানান, সরকারের কৃষিবান্ধব কর্মসূচির আওতায় আমরা কাজিপুরে এ বছর সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষককে প্রণোদনার আওতায় বিনামূল্যে বারি মাস-৩ এর বীজ ও রাসায়নিক সার সরবরাহ করেছি। এছাড়া কৃষক নিজেরাও উদ্বুদ্ধ হয়ে সরিষা চাষ করেছেন। ফলন ভালো এবং দামও ভালো পাওয়া যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন