পথচলা
মোহাম্মদ নূর আলম গন্ধী
দিনান্তের শেষ বিকেল বিদায় জানায়
ভোরের কুয়াশা ভেদ করে
নব উদিত রক্তিম সূর্য আভাকে,
ধরণীতে নামে-
গোধূলি বেলার আধো আলো আধো ছায়া,
যেন ক্ষণিক পরেই নামবে
সন্ধ্যারাতের আঁধার কালো।
এমনিভাবে প্রতিটি নতুন দিনের শুরু হয়
নিত্য আশায় ভালোবাসায়!
কতো না মায়াময় স্বপ্নেঘেরা আবেশে ভরে থাকে
সকাল-দুপুর-বিকেল।
নিরন্তর বয়ে চলেছে জীবনের প্রতিক্ষণ- প্রতিদিন
চাওয়া-পাওয়া, পাওয়া না পাওয়ার বেদনারা
জমা হয়ে ভিড় করে,
কতো না স্বপ্নেরা অঙ্কুরে ঝরে
হাহাকারে কেঁদে মরে!
কতো না স্বপ্নেরা উঁকি দেয়
চলার পথ দেখায় দূর বহু দূরে-র...
আশায় ভালোবাসায় ভালোলাগায় পথচলা
আহা! নিজের সাথে নিজে আনমনে কতো কথা বলা,
সকাল-দুপুর-বিকেল
পথচলা...পথচলা...অবিরাম পথচলা...
শোকার্ত কবিতা
মুসফিরা মারিয়াম
অধরার বুকে কোন সুখ নেই, সুখসব পুড়ে হয়ে গেছে নীল।
ইবলিশি সুরে, পৃথিবীজুড়ে চলছে হায়েনা তা-ব
সময় বদলে গেছে দুখেরা এখন শুধু হাসে খিলখিল,
মাতাল জোছনারা সারারাত জেগে করে কাব্যোৎসব।
একটি ঝরা-মরা ফুল নিয়ে আর ব্যস্ত হতে হবে না,
চেয়ে দেখ সম্মুখে টুকটুকে রাঙা এক মায়াবী অধর
আলোর দিগন্ত থেকে সুহাসিনী ভোরটাও নীরবে ডাকে,
অবিরাম ডেকে যায় বাধাহীন প্রতীক্ষিত ক্লান্ত প্রহর।
পৃথিবীর বুকে আজ যেন বিরাজমান সুনসান নীরবতা,
হারিয়েছে আশা-ভাষা, ভালোবাসা, নিরাশা-হতাশা-
পাখিরাও হারিয়েছে গান, স্মৃতির পাঁজর ভেঙে নিশ্চুপ ব্যথা।
স্বপ্নেরা ভুলে গেছে মনের গহীনে নির্ভরতায় যাওয়া আশা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন