অবশ্যই তা ‘নাগিন’ নিয়ে নয়। একতা কাপুর আর মৌনী রায় পার্টনারশিপ মানেই ভারতীয় টেলিভিশনের সাফল্যের সাক্ষাৎ প্রতীক। এরা দুজন একত্র হয়ে সম্ভবত বালাজির জন্য সবচেয়ে সাফল্য এনেছেন। কেউই আসলে ভাবতে পারেনি ‘নাগিন’ সিরিয়ালটি এতটা সাফল্য পাবে।
প্রথম পর্বের সাফল্য দেখে আরেকটি মৌসুমের পরিকল্পনা করা হয় এবং গত অক্টোবরে ‘নাগিন টু’ যাত্রা শুরু করে। দ্বিতীয় মৌসুমে বেশ কিছু উপাদান অদল বদল করা হলেও এর সাফল্যের অগ্রযাত্রা কিন্তু বদল হয়নি। আগের টিআরপিই বজায় রয়েছে।
এখন এই নির্মাতা-শিল্পী পার্টনার হ্যাট-ট্রিক সাফল্যের আশায় আরেক প্রয়াসে হাত দিচ্ছেন।
আর এই প্রয়াসটি হচ্ছে ওয়েব সিরিজ ‘মেহরুন্নিসা’।
‘নাগিন টু’ প্রচারিত হচ্ছে কালার্স টিভিতে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন