আশিক বন্ধু : বেলাল খানের সুরে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের কণ্ঠশিল্পী সাবরিন। গানটির শিরোনাম-তুমি একটা ব্যাপার। তপু খানের নির্দেশে ইতিমধ্যে মিউজিক ভিডিওটির শুটিং শেষ হয়েছে। শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। এরইমধ্যে গানটি নিয়ে অনেক ভালো সাড়া পড়ছে। গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। উল্লেখ্য, গানটি প্রকাশ পাবে সাবরিনের প্রথম একক অ্যালবামে। অ্যালবামে ৫টি গান থাকছে। একেকটি গান একেক আমেজের হবে। সুর ও কথায়ও নতুনত্ব থাকছে। সাবরিনের একক অ্যালবামটির প্রযোজনা করছেন জয়নাল আবেদিন। অচিরেই অ্যালবামটি প্রকাশ পাবে বলে জানা যায়। একক অ্যালবাম প্রকাশ করার অনুভ‚তি জানিয়ে সাবরিন বলেন, অনেক যতœ করে গানগুলো তৈরি হয়েছে। প্রত্যেকটি গানে ভিন্ন ভিন্ন সুর ও কথার মিলন ঘটেছে। শ্রোতারা গানগুলো শুনে আনন্দ পাবেন। আর মিউজিক ভিডিওগুলো গল্পকে বেইজড করে করা হয়েছে। গান, মডেল, লোকেশন, সবমিলিয়ে অনেক ভেবে চিন্তে কাজ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন