শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জাতীয় সঙ্গীত ও দেশ গড়ার শপথ বাক্য পাঠের মাধ্যমে আদমজীয়ান ’৯১ ব্যাচের রজতজয়ন্তী উদযাপন

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ‘ফ্রেন্ডস ফর লাইফ’ স্লোগানে পঁচিশ বছর আগের হারিয়ে যাওয়া বন্ধুদের নিয়ে অনুষ্ঠিত হলো আদমজীয়ান ’৯১ ব্যাচের রজতজয়ন্তী। ঢাকার অদূরে পূবাইলে প্রাকৃতিক মনোরম পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠানে বন্ধুরা ফিরে গেছে পঁচিশ বছর আগে কলেজ ক্যাম্পাসের নানা স্মৃতিচারণায়। জাঁকজমক এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষকরাও। সকলে এসেম্বলিতে দাঁড়িয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত ও দেশ গড়ার শপথ বাক্য পাঠ করার মাধ্যমে শুরু হয় মূল পর্বের অনুষ্ঠান। পরে অংশ্রগ্রহণকারীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন