শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

২০ জেলায় দানা মাঝি

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ২০ জেলায় মুক্তি পাচ্ছে শর্টফিল্ম ‘দানা মাঝি’। দেশের ৮টি বিভাগীয় শহরসহ মোট ২০টি জেলায় ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান ট্রেড মিডিয়া। প্রতিষ্ঠানের কর্ণধার সাহাদাত হোসেন বলেন, রংপুর, চিটাগাং, ময়মনসিংহসহ দেশের ২০টি জেলায় পর্যায়ক্রমে ছবিটি শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন মিলনায়তনে প্রদর্শিত হবে। রংপুর বিভাগীয় শহর দিয়ে এর যাত্রা শুরু হবে। সত্য ঘটনা নিয়ে ছবিটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বাবুল হৃদয়। দানা মাঝি ছবিতে অভিনয় করেছেন তারেক ইসলাম, ফাহমিদা ফ্লোরা, লাকি আক্তার, শেখ লিমন, লতিফুর রহমান, দিপু, সুমন চৌধুরী, রুবেল, স্নিগ্ধা খানম, লায়লা পারভীন কেয়া, মেহেদী হাসান বাবু, ফারহানা সিলভি ও জাহাঙ্গীর হোসেন। চিত্র গ্রহণ করেছেন সাব্বির আহমেদ, সম্পাদনা করেছেন পার্থিব রাশেদ, সঙ্গীত পরিচালনা করেছেন মেহেদী রওশন তোতা। উল্লেখ্য, স্ত্রীর লাশ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার হেঁটে যাওয়া ওড়িষ্যার সেই আলোচিত ঘটনা নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। কালাহান্ডির আদিবাসী সম্প্রদায়ের মানুষটির এই ঘটনায় স্তম্ভিত হয়ে যায় গোটা বিশ্ব। মানবিক এই গল্পের ছবিটি ইতোমধ্যে গণমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন