শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চার বছর পর ইমরান ও পড়শী জুটি

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: কণ্ঠশিল্পী ইমরান ও পড়শীর গাওয়া জনম জনম, জয় হবেই হবেসহ বেশ কয়েকটি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। গানের জুটি হিসেবেও তাদের গ্রহণযোগ্যতা রয়েছে। তারপর চার বছর আর তারা একসঙ্গে গাননি। তবে নতুন করে আবার এক হলেন তারা। ভালোবাসা দিবসে গানের এ জুটি রোমান্টিক তিনটি গানের একটি বিশেষ অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন। ইমরান জানান, তিনটি গানই দ্বৈত। সবগুলোরই কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজে। এরইমধ্যে একটি গানের কাজ শেষ। গানটির শিরোনাম আবদার। বাকি গান দুটির রেকর্ডিং কয়েকদিনের মধে স¤পন্ন হবে। সিডি চয়েসের ব্যানারে বাজারে আসবে অ্যালবামটি। অডিওর পাশাপাশি একটি গানের ভিডিও-ও আসবে। ইমরান বলেন, পড়শী আর আমি যে কয়েকটি গানে কণ্ঠ দিয়েছি প্রায় সবগুলোই শ্রোতারা গ্রহণ করেছেন। এবার ভালোবাসার গান নিয়ে পুরো অ্যালবাম করছি আমরা। আশাকরি সবার ভালো লাগবে। পড়শী বলেন, ইমরান ভাই এই সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক। তার সুর-সংগীতও সবাই বেশ পছন্দ করছে। সব মিলিয়ে এই অ্যালবামটি বেশ জনপ্রিয়তা পাবে বলেই আমার বিশ্বাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন