স্টার প্লাসের ‘নামকরণ’ সিরিয়ালটি অচিরেই একটি লিপ নিতে যাচ্ছে। চলচ্চিত্রকার মহেশ ভাট খুব আশা নিয়ে এই সিরিয়ালটি নির্মাণে হাত দিয়েছিলেন। কিন্তু যেমন আশা করা হয়েছিল সেভাবে দর্শক এটিকে গ্রহণ করেনি। তবে সবাই কাহিনীর ধারণা আর পারফরমেন্সের প্রশংসা করে আসছে।
দর্শকদের নজর কাড়ার জন্য চিরাচরিতভাবে কাহিনী বেশ কিছু বছরের জন্য এগিয়ে নেয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই চরিত্রেও কিছু পরিবর্তন দেখা যাবে। বিশেষ করে অবনি আর রিয়ার ভূমিকায় পরিবর্তন দেখা যাবে। এই দুই ভূমিকায় নলিনি নেগি আর সোনাল ভেঙ্গুরলেকারকে নিয়ে বেশ গুঞ্জন চলছে এখন।
পাশাপাশি জানা গেছে নির্মাতারা অবনীর ভূমিকায় অভিনয়ের জন্য ব্রুশিকা মেহতার সঙ্গে যোগাযোগ করেছে। লিপের পর তরুণী অবনী আর তার সংগ্রামকেই মুখ্য করে দেখান হবে।
ব্রুশিকার তরফ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে, তার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে তিনি সিরিয়ালটিতে কাজ করছেন না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন