বিনোদন ডেস্ক : এনটিভিতে প্রচার হচ্ছে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘কুসুম কুসুম প্রেম’। পলাশ মাহবুবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা, তারিক আনাম খান, ফারুক আহমেদ, শবনম ফারিয়া, মুনিরা মিঠু, রাশেদ মামুন অপু, আরফান আহমেদ, সুজাত শিমূল প্রমুখ। ‘কুসুম কুসুম প্রেম নামের একটি চলচ্চিত্রের শুটিং হচ্ছে। এক নায়িকা, দুই নায়ক; ত্রিভূজ প্রেমের কাহিনী। ছবির পরিচালক নতুন। প্রযোজক বদরুল সাহেবের সামনে পড়লেই নার্ভাস পরিচালক। ছবির নায়িকা হালের ক্রেজ ‘সুস্মি’। তার সাথে মা এবং আরও দুইজন সহকারী। ছবির দুই নায়কের একজন চমকের প্রথম ছবি এটা। সুযোগ পেলেই তার দুঃখের কাহিনী শোনায় সবাইকে। ছবির আরেক নায়ক হিমেল, যার বাবা প্রযোজকের ঘনিষ্ট বন্ধু। নায়িকার বাবার চরিত্র করছেন এক সময়ের জনপ্রিয় নায়ক মনজিল, যে শুধু নায়কের মতো পোশাক-আশাক পড়তে চান। এই ছবির প্রোডাকশান ম্যানেজারের নাম আহসান। সে বলে, আছান। এরকম একটি মজার ইউনিটে কাজ করছে সবাই। ছবিটি ঈদে মুক্তি পাবে। তবে শুটিংয়ে কাজের চেয়ে কান্ডই হতে থাকে বেশি। পরিচালকের একটাই চিন্তা, শেষ পর্যন্ত ছবির কাজ শেষ করতে পারবেন তো!’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন