বিনোদন ডেস্ক : ছোটপর্দার দর্শকপ্রিয় জুটি ইন্তেখাব দিনার ও নাদিয়া আহমেদ। তারা দু’জন আবারো জুটিবদ্ধ হয়ে একটি নতুন ধারাবাহিকে অভিনয় করছেন। নাটকের নাম ‘অল্প স্বল্প গল্প’। নাটকটি রচনা করেছেন রূপান্তর এবং নির্দেশনা দিচ্ছেন মোন্তাসির বিপন। বাস্তব জীবনে ইন্তেখাব দিনারের জুটি বিজরী বরকত উল্যাহ এবং নাদিয়ার জুটি নাঈম। তবে পর্দায় দিনার এবং নাদিয়ার রসায়নও বেশ জমে উঠে। আজ থেকে বেশ কয়েকবছর আগে মোহন খানের নির্দেশনায় ‘দূরের মানুষ’ নামক দীর্ঘ ধারাবাহিকে প্রথম একসঙ্গে কাজ করেন দিনার ও নাদিয়া। নাদিয়া প্রসঙ্গে ইন্তেখাব দিনার বলেন, ‘মানুষ হিসেবে নাদিয়া এক কথায় অসাধারণ। কথা ও কাজে শতভাগ সৎ একজন মানুষ। শিল্পী হিসেবেও নাদিয়া অনন্য। আমার সহকর্মী হিসেবেই শুধু নয় নাদিয়া যারসঙ্গেই কাজ করেছেন তারা মুগ্ধ হয়েছেন তার কাজে। সবচেয়ে বড় কথা হলো আমরা যারা এই মিডিয়াতে কাজ করি খুব সহজেই একে অন্যের সম্পর্কে জেনে যাই। কারণ এই জায়গাটা খুব ছোট্ট। তাই কেউ ভালো হলে তার সম্পর্কে সবাই ভালো বলতেই বাধ্য থাকেন। নাদিয়া একজন ভালো মানুষ বলেই সবাই তাকে নিয়ে কাজ করে সন্তুষ্ট। আমার দীর্ঘদিনের সহকর্মী হিসেবে তার জন্য শুভ কামনা। এই মুহূর্তে আমরা অল্প স্বল্প গল্প নামের একটি ধারাবাহিকে অভিনয় করছি, দু’জনেই বেশি উপভোগ করছি কাজটি। তাছাড়া নির্মাতা হিসেবে বিপন বেশ মেধাবী।’ দিনার প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘দিনার ভাই অবশ্যই একজন ভালো মনের মানুষ, একজন নির্ভেজাল মানুষ। শুটিংস্পটে তিনি েিনজর মতোই থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে এটাও সত্যি যে তিনি খুব বুদ্ধিমান একজন মানুষ। শুটিং স্পটে তিনি বেশ মজাও করেন। এটা সত্যি যে সহশিল্পী হিসেবে যে কারো সঙ্গে যখন দিনার ভাই থাকেন তখন কাজটি খুব সহজেই শেষ হয়ে যায় কোনরকম ভাবনা বা দুঃশ্চিন্তা ছাড়া। কারণ সহশিল্পীকে, পরিচালককে তিনি দারুণভাবে সহযোগিতা করেন।’ দিনার ও নাদিয়া সর্বশেষ একসঙ্গে তুহিনের নির্দেশনায় ‘গন্তব্য নিরুদ্দেশ’ ধারাবাহিকে অভিনয় করেন। এই মুহূর্তে ইন্তেখাব দিনার রহমতুল্লাহ তুহিনের নির্দেশনায় ‘টক অব দ্য টাউন’, ‘যখন কখনো’, দীপংকর দীপনের ‘টক্কর’ ধারাবাহিকে কাজ করছেন। গত ১০ ফেব্রæয়ারি ‘অভিনয় শিল্পী সংঘ’র নির্বাচনে ইন্তেখাব দিনার সর্বোচ্চ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। কোনরকম প্রচারণা ছাড়াই একজন প্রার্র্থীর সর্বোচ্চ ভোট পাওয়া একটি বিশাল রেকর্ডও বটে। ইন্তখাব দিনার প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন তৌকীর আহমেদ পরিচালিত ‘জয়যাত্রা’য়। এরপর তিনি বাদল রহমানের ‘ছানা ও মুক্তিযুদ্ধ’, বদরুল আনাম সৌদ’র ‘খন্ড গল্প ১৯৭১’, তামিম নূরের ‘ফিরে এসো বেহুলা’ এবং মুরাদ পারভেজ’র ‘বৃহন্নলা’ চলচ্চিত্রে অভিনয় করেন। নাদিয়া বর্তমানে এসএ হক অলিকের ‘আয়নাঘর’, অঞ্জন আইচের ‘মেঘের পরে মেঘ জমেছে’, আবু হায়ত মাহমুদের ‘বৃষ্টিদের বাড়ি’, সকাল আহমেদ’র ‘বাবুই পাখির বাসা’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন