বিনোদন ডেস্ক : চলচ্চিত্র ও নাট্যনির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী’র নির্দেশনায় ‘হেনা’ নামে একটি টেলিফিল্মে অভিনয় করেছেন অভিনেতা আফজাল হোসেন ও অভিনেত্রী তারিন। এর নাম ভূমিকায় অভিনয় করছেন তারিন। রাজধানীর অদূরে গাজীপুরের ভবানীপুরের একটি রিসোর্টে টেলিফিল্মটির শুটিং হয়েছে গত ২৭ ফেব্রুয়ারি। সালাহউদ্দিন জাকী বলেন, ‘দীর্ঘ প্রায় সাত বছর পর নির্দেশনা দিচ্ছি। হেনা গল্পটি লেখার সময় মনের অজান্তেই তারিনের চেহারাটি ভেসে উঠেছে বারবার। তাই আমার এবং আমার পরিবারের সদস্যদের আগ্রহে হেনা চরিত্রে তারিনকে নিয়েই কাজটি করছি। তারিন একজন পরিপূর্ণ অভিনেত্রী। সিরিয়াস একজন অভিনেত্রীও বটে। আফজাল হোসেন আমার পরিবারেরই একজন। এর আগে তাকে নিয়ে তিনটি কাজ করেছি। সবসময়ই তার কাছ থেকে দারুণ সহযোগিতা পেয়ে এসেছি।’ আফজাল হোসেন এর আগে জাকী’র নির্দেশনায় ‘বরফ’, ‘আকাশ কুসুম’ এবং ‘দধিচি’ টেলিফিল্মে অভিনয় করেছিলেন। আফজাল হোসেন বলেন, ‘জাকী ভাই আমাদের সবারই গুরুস্থানীয় একজন নির্মাতা। তিনি যতগুলো টিভি প্রোডাকশন করেছেন প্রত্যেকটিতে আমার অভিনয় করার সৌভাগ্য হয়েছে। এটা আমার গর্ব করার মতোও বিষয়। তার সঙ্গে যখনই কাজ করি তখনই নানানভাবে অনেক কিছুই শিখি। আর তারিন বাল্যকাল থেকেই দেখতে দেখতে আমার চোখের সামনে বড় হয়েছে। এটা আমারই অর্জন যে আমি তার সঙ্গে অভিনয় করছি এবং সে আমার নায়িকা।’ তারিন বলেন, ‘ছোটবেলা থেকেই ফরীদি ভাই, আফজাল ভাই সুবর্ণা আপার কাছে জাকী আঙ্কেলের গল্প শুনেছি। তার কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। আমাকে নিয়ে কাজ করছেন এটা অনেকটাই স্বপ্নের মতো মনে হচ্ছে। সৈয়দ সালাহউদ্দিন জাকী জানান, শিগগিরই হেনা টেলিফিল্মটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। আফজাল হোসেন ও তারিন সর্বশেষ ২০১৫ সালের ১ জানুয়ারি নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় ‘গল্পটি সত্যি’ নাটকে অভিনয় করেছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন