বিনোদন ডেস্ক : সম্প্রতি ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে সুমি আক্তারের নতুন একক ইপি অ্যালবাম ‘অচেনা কবিতা’। রোদেলা চিঠি, এখানে চাঁদ উঠে, অচেনা কবিতা এই তিনটি গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, আহমেদ ইউসুফ সাবের ও এ. মিজান। গানগুলোর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন জে. কে. ফুয়াদ নাসের বাবু এবং ইবরার টিপু। এরই মধ্যে রোদেলা চিঠি ও অচেনা কবিতা এই দুটি গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে ঈগল মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। মিউজিক ভিডিও দুটি পরিচালনা করেছেন নাজমুস শাহাদাত নাজিম ও সৌমিত্র ঘোষ ইমন। শিল্পী জানান, অ্যালবামটি জিপি মিউজিক, ইয়োন্ডার মিউজিক ও ঈগল মিউজিকের অফিশিয়াল ওয়েবসাইট থেকে শুনতে পাওয়া যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন