বিনোদন ডেস্ক: এটিএন বাংলায় শুরু হয়েছে প্রতিদিনের ধারাবাহিক ‘রেডিও জকি এবং কতিপয় গল্প’। প্রতি মঙ্গলবার, বুধবার ও বৃহ¯পতিবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হচ্ছে। মুরাদ পারভেজের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত, এক্সিস হেলথ কেয়ার প্রযোজিত এবং ফিল্ম হকার নিবেদিত ধারাবাহিকটি বাংলাদেশের প্রথম রেডিও ভিত্তিক নাটক, যেখানে বেসরকারি এফএম রেডিও স্টেশনের একদল রেডিও জকি এবং কর্মক্ষেত্রে তাদের নানাবিধ জটিলতা, পারস্পরিক দ্ব›দ্ব ও ব্যক্তিগত জীবনের টানাপড়েনের কাহিনী প্রাধান্য পেয়েছে। অভিনয়ে শপা রেজা, ঝুনা চৌধুরী, চিত্রলেখা গুহ, খালেকুজ্জামান, সোহানা সাবা, ইরফান সাজ্জাদ, সুমনা সোমা, মৌসুমী নাগ, আহসান হাবিব নাসিম, রুকসানা আলী হেরা, ইউসুফ রাসেল, তাজদিক নমিরা, সুস্মি আহসান, প্রিয়া আমান, আরমান শায়ের, আসাদুল ইসলাম, সনিয়া সুবর্না, টুইংকেল অরিন, ওশিন সুলতান, ফারজানা ইভা প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন