জি টিভির জনপ্রিয় সিরিয়াল ‘সয়লাব’-এ রেণুকা শাহানে আর সচীন খেদেকার কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করতেন। ১৯৯৫ থেকে শুরু করে ১৯৯৮ সাল পর্যন্ত সিরিয়ালটি চলেছিল। সেই সিরিয়ালটি শেষ হবার প্রায় দুই দশক পর এই দুই দক্ষ অভিনয়শিল্পী একটি সিরিয়ালকে উপলক্ষ করে এক হয়েছেন।
সচীনের সঙ্গে একটি সেলফির সঙ্গে রেণুকা সোশাল মিডিয়াতে লিখেছেন : “২০ বছর পর সচীন এস. খেদেকারের সঙ্গে শুটিংয়ে অংশ নিলাম। এটি কি ‘সয়লাব টু’? না। এটি স্বল্পদৈর্ঘ্য আর মিষ্টি... শীঘ্রই আসছে।”
সাধারণ একটি বাড়ির পটভূমিতে টুইটারে প্রকাশিত ছবিটিতে দুই তারকাকেই আটপৌরে পেশাকে দেখা গেছে।
রবি রাই পরিচালিত ‘সয়লাব’ সিরিয়ালে সচীন এক বেকারের ভূমিকায় অভিনয় করতেন, তার প্রেমিকা ছিল রেণুকা রূপায়িত চরিত্রটি যার অভিভাবক তার বড় ভাই তাদের সম্পর্কে মেনে নিতে পারেনি। শেষে অন্য পাত্রে তাকে সম্প্রদান করা হয়। কয়েক বছর পর আবার তাদের দেখা হয় এবং নতুন করে অন্তরঙ্গতা হয়।
সিরিয়ালটির সঙ্গীত পরিচালনা করেছিলেন তালাত আজিজ এবং কণ্ঠ দিয়েছিলেন জগজিৎ সিং।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন