বিনোদন ডেস্ক : ১১ মাস পর গত ১১ ফেব্রুয়ারি দেশে এসেছিলেন অভিনেত্রী শাবনূর। বলেছিলেন, এবার বেশ কয়েক মাস দেশে থাকবেন। তবে তিনি আবারও অস্ট্রেলিয়া চলে গেলেন। শাবনূরের পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার জরুরি প্রয়োজনে শাবনূর অস্ট্রেলিয়া উড়াল দিয়েছেন। তার ছেলে আইজানের শরীর ভালো যাচ্ছিল না। তার চিকিৎসা এবং ব্যক্তিগত কিছু কাজে তাকে ঢাকা ছাড়তে হয়েছে। উল্লেখ্য, বিয়ের পর থেকেই শাবনূর বেশির ভাগ সময় অস্ট্রেলিয়ায় কাটান। সেখানে তার নিজস্ব ব্যবসা রয়েছে। সেগুলোর দেখাশোনা করার জন্য তাকে সেখানে থাকতে হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন