শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

সারা দেশে ৪৮৮০টি কিশোর-কিশোরী ক্লাব গঠন করা হবে- মেহের আফরোজ চুমকি

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এম.পি বলেছেন, কিশোর-কিশোরীরা হচ্ছে সমাজের চেঞ্জমেকার। তাদেরকে প্রশিক্ষিত করতে পারলে সমাজের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব। এ জন্য সরকার সারা দেশে কিশোর-কিশোরীদেরকে ক্লাবে সংগঠিত করে বাল্য বিবাহ, যৌতুক, নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয়ে সচেতনতা তৈরি করবে। এ লক্ষ্যে সরকার ২০০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে। প্রকল্প অনুযায়ী দেশের প্রায় ৪৫৫০টি ইউনিয়ন এবং ৩৩০টি পৌরসভায় কিশোর-কিশেরী ক্লাব গঠন করবে। প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে একটি করে রুম কিশোর-কিশেরীদের জন্য বরাদ্দ থাকবে। গতকাল মহিলাবিষয়ক অধিদপ্তরের মিলানায়তনে কিশোর-কিশোরী ক্লাব সম্পর্কিত এক অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বেগম সাহিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মাহমুদা শারমীন বেনু, মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিচালক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অভিজ্ঞতা বিনিময়ে সারা দেশে চলমান ৭৯টি কিশোর-কিশোরী ক্লাবের দুই জন করে প্রতিনিধি অংশগ্রহণ করে এবং তাদের অভিজ্ঞা ও চাহিদা সভায় তুলে ধরে।
নাছিমা বেগম এনডিসি বলেন, দেশের সকল কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে জাতীয় পর্যায়ে সম্মেলনের আয়োজন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Sharmin Akter ২৫ এপ্রিল, ২০২২, ৬:১২ পিএম says : 0
আমি এখানে শর্ণকিশরী একজন সদস্য হতে চাই এবং আমি তাদের সাথে তাদের মতো করে তাদের পাশে দাড়িয়ে দেশের জন্য কিছু একটা করার ইচ্ছা আছে যদি আপনারা আমাকে সেই সুযোগ দেন
Total Reply(0)
Sharmin Akter ২৫ এপ্রিল, ২০২২, ৬:১২ পিএম says : 0
আমি এখানে শর্ণকিশরী একজন সদস্য হতে চাই এবং আমি তাদের সাথে তাদের মতো করে তাদের পাশে দাড়িয়ে দেশের জন্য কিছু একটা করার ইচ্ছা আছে যদি আপনারা আমাকে সেই সুযোগ দেন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন