স্টাফ রিপোর্টার : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এম.পি বলেছেন, কিশোর-কিশোরীরা হচ্ছে সমাজের চেঞ্জমেকার। তাদেরকে প্রশিক্ষিত করতে পারলে সমাজের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব। এ জন্য সরকার সারা দেশে কিশোর-কিশোরীদেরকে ক্লাবে সংগঠিত করে বাল্য বিবাহ, যৌতুক, নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয়ে সচেতনতা তৈরি করবে। এ লক্ষ্যে সরকার ২০০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে। প্রকল্প অনুযায়ী দেশের প্রায় ৪৫৫০টি ইউনিয়ন এবং ৩৩০টি পৌরসভায় কিশোর-কিশেরী ক্লাব গঠন করবে। প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে একটি করে রুম কিশোর-কিশেরীদের জন্য বরাদ্দ থাকবে। গতকাল মহিলাবিষয়ক অধিদপ্তরের মিলানায়তনে কিশোর-কিশোরী ক্লাব সম্পর্কিত এক অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বেগম সাহিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মাহমুদা শারমীন বেনু, মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিচালক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অভিজ্ঞতা বিনিময়ে সারা দেশে চলমান ৭৯টি কিশোর-কিশোরী ক্লাবের দুই জন করে প্রতিনিধি অংশগ্রহণ করে এবং তাদের অভিজ্ঞা ও চাহিদা সভায় তুলে ধরে।
নাছিমা বেগম এনডিসি বলেন, দেশের সকল কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে জাতীয় পর্যায়ে সম্মেলনের আয়োজন করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন