স্পোর্টস ডেস্ক : ভারতের জন্য সকালটা শুরু হয়েছিল দুঃসংবাদের মধ্য দিয়ে। বিরাট কোহলি না থাকা মানে তো দলের অর্ধাঙ্গেরই অনুপস্থিতি। দুশ্চিন্তা আরো বাড়িয়ে দেয় স্টিভেন স্মিথের অবিচল ব্যাটিং। শেষ পর্যন্ত অবশ্য হার মানেননি অস্ট্রেলিয়া অধিনায়ক। তবে আক্রমণাত্মক ফিল্ডিংয়ে ১৫০ রানে অস্ট্রেলিয়ার বাকি ৬ উইকেট তুলে নিয়ে সেই দুঃখ ভোলে স্বাগতিকরা। বল হাতে আবারো উজ্জ্বল জাদেজা। মাত্র ১ উইকেট হারিয়ে ৪০ ওভার পার করে ব্যাটসম্যানরাও দিয়েছেন দুর্দান্ত জবাব। তাতে সুযোগ মিলেছে ভারত দলপতির আঘাতপ্রাপ্ত কাধটা আরো এক রাত বিশ্রামে থাকার।
রাঁচি টেস্টের দ্বিতীয় দিনের সকালটা ছিল একজন স্টিভেন স্মিথের। সঙ্গীর অভাবে দ্বিশতকটা করা হয়ে ওঠেনি। তবে ভারতের মাটিতে প্রথম অস্ট্রেলীয় অধিনায়ক হিসেবে করেছেন দেড়শোর্ধো রানের ইনিংস। অপরাজিত থেকেছেন ৩৬১ বলে ১৭৮ রানে। কে জানে সঙ্গ পেলে হয়তো ভারতের মাটিতে অধিনায়ক হিসাবে ওয়েস্ট ইন্ডিস গ্রেট ক্লাইভ লয়েডের হার না মানা ২৪২ রানের ইনিংকেও টপকে যেতেন ‘এযুগের ব্রাডম্যান’।
আগের দিনের ১৫৬ রানের জুটিটা এদিন বিচ্ছিন্ন হয় ১৯১ রানে, গেøন ম্যাক্সওয়েলের বিদায়ের মাধ্যমে। যাওয়ার আগে ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক (১০৪) পূর্ণ করেন ম্যাক্স। পরে ম্যাথু ওয়েড (৩৭) ও স্টিভ ওকিফের (২৫) ছাড়া কারো সঙ্গ পাননি স্মিথ। স্ট্রাইক নিয়েই খেলতে চেয়েছিলেন, তা করতে গিয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে রান আউটটের শিকার হন হ্যাজেলউড। অজিদের সংগ্রহ তখন ৪৫১। ৬ রানে শেষ তিন উইকেট হারায় সফরকারীরা। ১২৪ রানে ৫ উইকেট নেন রবিন্দ্র জাদেজা, ১০৬ রানে ৩টি উমেশ যাদব।
এমন ফ্লাট কন্ডিশনে অজি বোলাররাও খারাপ করেনি। বিশেষ করে অর্ধযুগ পর দলে ফেরা প্যাট কমিন্স ছিলেন দুর্দান্ত। ৯১ রানের ওপেনিং জুটি বিচ্ছিন্ন করা একমাত্র রাহুলের (৬৭) উইকেটটি গেছে তারই দখলে। দিন শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১২০, এখনো পিছিয়ে ৩৩১ রানে। বাকি সময়টা নির্বিঘ্নে পার করেন মুরালি বিজয় (৪২*) ও চেতস্বর পুজারা (১০*)। পুরোনো এই জুটি ভাঙাই আজ হবে স্মিথ বাহিনীর জন্য প্রধান চ্যলেঞ্জ। উইকেট কঠিন হবে তৃতীয় দিনেও। তবে নিয়ন্ত্রিত বোলিং করলে যে অনেককিছুই সম্ভব তা কিন্তু জানান দিয়েছেন জাদেজা-কমিন্সরা ।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ১৩৭.৩ ওভারে ৪৫১ (আগের দিন ২৯৯/৪) (স্মিথ ১৭৮*, ম্যাক্সওয়েল ১০২, ওয়েড ৩৭, কামিন্স ০, ও’কিফ ২৫, লায়ন ১, হ্যাজেলউড ০*; ইশান্ত ০/৭০, উমেশ ৩/১০৬, অশ্বিন ১/১১৪, জাদেজা ৫/১২৪, বিজয় ০/১৭)।
ভারত প্রথম ইনিংস : ৪০ ওভারে ১২০/১ (রাহুল ৬৭, বিজয় ৪২*, পুজারা ১০*; হ্যাজেলউড ০/২৫, কমিন্স ১/২২, ও’কিফ ০/৩০, লায়ন ০/৪২)।
(দ্বিতীয় দিন শেষে)
স্কোর কার্ড
শ্রীলঙ্কা-বাংলাদেশ, ২য় টেস্ট ৩য় দিন
পি সারা ওভাল, কলম্বো; টস : শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ১১৩.৩ ওভারে ৩৩৮ (অলআউট)।
২য় দিন শেষে বাংলাদেশ ১ম ইনিংস ৬০ ওভারে ২১৫/৫ (তামীম ৪৯, সৌম্য ৬১, ইমরুল ৩৪, সাব্বির ৪২, তাইজুল ০, সাকিব ১৮*, মুশফিক ২*)
রান বল ৪ ৬
সাকিব ক চান্দিমাল ব সান্দাকান ১১৬ ১৫৯ ১০ ০
মুশফিক ব লাকমাল ৫২ ৮১ ৬ ০
মোসাদ্দেক স্টা ডিকওয়েলা ব হেরাথ ৭৫ ১৫৫ ৭ ২
মিরাজ এলবিডবিøউ হেরাথ ২৪ ৫০ ২ ০
মুস্তাফিজ এলবিডবিøউ হেরাথ ০ ১ ০ ০
সুভাশিষ অপরাজিত ০ ১৪ ০ ০
অতিরিক্ত (বা ৪, লেবা ৮, ও ২) ১৪
মোট (অলআউট ১৩৪.১ ওভার) ৪৬৭
উইকেট পতন : ১-৯৫ (তামীম), ২-১৩০ (সৌম্য), ৩-১৯২ (ইমরুল), ৪-১৯২ (তাইজুল), ৫-১৯৮ (সাব্বির), ৬-২৯০ (মুশফিক), ৭-৪২১ (সাকিব), ৮-৪৫৪ (মিরাজ), ৯-৪৫৪ (মুস্তাফিজ), ১০-৪৬৭ (মোসাদ্দেক)।
বোলিং : লাকমাল ২৫-৩-৯০-২, পেরেরা ৩৩-৫-১০০-০, হেরাথ ৩৪.১-৬-৮২-৪, গুণারত্নে ৭-০-৩৮-০, সান্দাকান ৩৩-২-১৪০-৪, সিলভা ২-০-৫-০।
শ্রীলংকা দ্বিতীয় ইনিংস রান বল ৪ ৬
করুনারত্নে ব্যাটিং ২৫ ৪৩ ৩ ০
থারাঙ্গা ব্যাটিং ২৫ ৩৫ ৩ ০
অতিরিক্ত (বা ৪) ৪
মোট (বিনা উইকেট, ১৩ ওভার) ৫৪
বোলিং : সুভাশিষ ৫-১-১৩-০, মিরাজ ৪-০-২০-০, মুস্তাফিজ ১-০-৬-০, সাকিব ২-০-৬-০, মোসাদ্দেক ১-০-৫-০।
(তৃতীয় দিন শেষে)
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন