তিন দশকেরও বেশি সময় তিনি ফ্যাশন জগতের সঙ্গে আছেন অথচ এখনও সুপারমডেল নেওমি ক্যাম্বেল র্যাম্পে ওঠার আগে নার্ভাস বোধ করেন। তবে তার বিশ্বাস এই ভীতির কারণেই তিনি তার সেরাটাই দিতে পারেন।
৪৬ বছর বয়সী মডেল ও অভিনেত্রীটি ১৫ বছর বয়স থেকে মডেলিং পেশার সঙ্গে জড়িত। তিনি জানিয়েছেন প্রথমের মত এখনও র্যাম্প তাকে ভীত করে।
“আমি সবসময়ই ঘাবড়ে থাকি, যদিও বাইরে থেকে আমাকে দেখে মনে হয় ভীষণ ধরনের আত্মবিশ্বাসী। আমার মনে হয় এই ছোট রকমের ভীতি সেরাটা দেবার ব্যাপারে সাহায্য করে,” একটি টিভি অনুষ্ঠানকে ক্যাম্বেল বলেন।
মার্কিন টিভি সিরিজ ‘এম্পায়ার’-এ নেওমি ক্যাম্বেল ক্যামিলা মার্কসের ভূমিকায় অভিনয় করে থাকেন। নতুন মডেলদের তিনি বলেন অন্যরা যাই বলুক নিজের স্বপ্ন পূরণের জন্য তাদের ছুটতে হবে।
“নিজের স্বপ্নের পেছনে ছোট আর তোমার লক্ষ্য নিয়ে কে কী বলল তাতে মাথা ঘামিও না,” তিনি আরও বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন