শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিজয় দিবসের নাটক পুনশ্চঃ জয়ীতা

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আরটিভিতে প্রচার হবে বিশেষ নাটক পুনশ্চঃ জয়ীতা। শ্রাবনী ফেরদৌস এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন শুভ্র খান। নাটকে অভিনয় করেছেন তৌকির আহমেদ, তারিন জাহাস, ডলি জহুর, আল মামুন, খায়রুল টিপু, আশরাফুল আশীষ, মাধবী লতা, এমদাদ শপথসহ আরো অনেকে। নাটকটি প্রচার হবে ২৬ মার্চ আরটিভিতে রাত ৮টা ১০ মিনিটে। নাটকে দেখা যাবে, জয়িতার বাবা তার মা ও পেটের সন্তাকে ছেড়ে গিয়েছিল ৭১-এ। মা-ই তাকে শিখিয়েছেন কিভাবে একজন নারী মাথা উঁচু করে গর্বের সাথে তার নিজ যোগ্যতায় বাঁচতে পারে। জয়িতার মা যোদ্ধা। সে পথেই জয়িতাও এগিয়ে যায়। সে একটি ফিল্ম বানায় মুক্তিযুদ্ধের ওপর। প্রচুর খ্যাতি অর্জন করে। ফিল্ম বানানোর সময় পরিচয় হয় সুজন কবীরের সাথে। যে কি না এই ফিল্মের লেখক। ঘনিষ্ঠতা তৈরি করে তাদের কাজের, ভাল লাগার। কিন্তু যখন সংবর্ধনা অনুষ্ঠানে জয়িতা নির্ভীক কণ্ঠে জানায় ছবির গল্পের নায়িকা তার মা-সে বীরাঙ্গনার সন্তান। তখন সুজন ছেড়ে যায় জয়িতাকে। যেমনটি ৭১-এ ছেড়ে গিয়েছিল তার বাবা তার মাকে। বাবা অথবা সুজন কি ক্ষমা চাইবে তাদের কাছে। এমই একটি গল্প পুনশ্চঃ জয়িতা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন