সারাহ থাপার (কিয়ারা আডবানি) একজন রেস ড্রাইভার। তার বাবা শহরের ধনবান ব্যবসায়ী বলরাজ থাপার (রোনিত রায়)। আল্টিমেট রেসার চ্যালেঞ্জ নামে এক গাড়ির রেসে অংশ নেয় সে। সবার ধারণা ছিল সারাহ এই রেসে জিতবে, সারাহর আশা ছিল এই গুরুত্বপূর্ণ রেসে সেই জিতবে। কিন্তু সে রানশের (মুস্তাফা বার্মাওয়ালা) কাছে হেরে যায়। এই রেসে অংশ নেয়ার পেছনে রানশের আসলে এক গোপন উদ্দেশ্য ছিল। আর তা হল সারাহ’র কাছাকাছি হওয়া। সারাহ আর তার সঙ্গী সাথীরা যে কলেজে পড়ে রানশ সেই কলেজে ভর্তি হয়। আরও কাছাকাছি আসার সুযোগ সৃষ্টি হয়ে যায় দুজনের। খুব অল্প সময়ের মধ্যে তাদের বন্ধুত্ব হয়ে যায়। বন্ধুত্ব থেকে প্রেম। ঘটনার পরম্পরায় কোনও অজানা এক ভক্ত সারাহকে একটি উপহার পাঠায় এবং একটি ব্রিজের ওপর তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে। আদিত্য (ঈশান শঙ্কর) নামে তার সেই ভক্ত ও প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য সে সেই ব্রিজে যায়। দুর্ভাগ্যক্রমে এক দ্রুতগতির গাড়ির নিচে চাপা পড়ে আদিত্য নিহত হয়। সেটি কি আসলে নিছক কোনও দুর্ঘটনা ছিল নাকি ইচ্ছাকৃতভাবে তাকে হত্যা করা হয়েছে? একসময় সারাহ আদিত্যকে হারাবার শোক ভুলে যায় এবং রানশকে আপন করে নেয়। রানশ তাদের সম্পর্ককে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবার জন্য তাকে বিয়ের প্রস্তাব দেয়। সারাহ’র বাবা তাতে রাজি হয়ে যায়। কিন্তু সারাহ কি জানে তার সামনে কি নিয়তি অপেক্ষা করছে? সে কি জানে রানশের আসল উদ্দেশ্য কী?
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন