অভিনেতা বিবেক ওবেরয় বরাবর একটু খল ভাব আছে এমন চরিত্রে ভালো পারফর্ম করে এসেছেন। আবার তিনি একই ধরনের ভুমিকায় ফিরছেন।
বিবেক তার অভিষেক চলচ্চিত্র ‘কম্পানি’তে উঠতি গ্যাংস্টার চান্দুর ভ‚মিকায় অভিনয় করে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন। ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’তেও তিনি মায়া ভাই নামে এক গ্যাংস্টারের ভ‚মিকায় অভিনয় করেছিলেন। ‘রক্তচরিত্র’ ফিল্মের দুই পর্বে তিনি অপরাধ জগত থেকে রাজনীতিতে আগত এক চরিত্রে অভিনয় করেছিলেন। সুপারহিরো ফিল্ম ‘কৃষ থ্রি’তেও তার কাল চরিত্রটি ছিল অশুভ।
আবার তাকে খল ভুমিকায় দেখা যাবে, তবে হিন্দি ফিল্মে নয় তামিলে। আসন্ন ‘ভিভেগাম’ চলচ্চিত্রে নায়ক অজিত রূপায়িত চরিত্রের বিরুদ্ধে তাকে দেখা যাবে।
এছাড়া ডিজিটাল মাধ্যমেও তার অভিষেক হচ্ছে। এক্সেল এন্টারটেইনমেন্টের আসন্ন ‘পাওয়ার প্লে’ ওয়েব সিরিজে তাকে একটি গুরুত্বপূর্ণ ভুমিকায় দেখা যাবে।
কমেডি ফিল্মে বেশি অভিনয় করলেও বিবেক খল ভুমিকা বেশি পছন্দ করেন বলে জানিয়েছেন কারণ এমন ভ‚মিকা তার আসল চরিত্রের বিপরীত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন