শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বাংলাদেশ ফিল্ম ক্লাবের মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। চলচ্চিত্রাঙ্গনের প্রযোজক, পরিচালক, প্রদর্শক, সুরকার, শিল্পী-কলাকুশলী এবং চলচ্চিত্র সাংবাদিকদের মধ্যে যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলেন তাদেরকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা দেয়া হয়। গত বৃহস্পতিবার এফডিসির ৮নং ফ্লোরে অনুষ্ঠিত প্রধান অতিথি মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা ও উত্তরীয় তুলে দেন। এর আগে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের বর্তমান কার্যনির্বাহী কমিটিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়। প্রধান অতিথি মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেন, চলচ্চিত্র সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাদের এ সম্মাননা দিয়ে পুরো চলচ্চিত্রবাসীই সম্মানিত হলো। অস্ত্র ছাড়াও চলচ্চিত্র মুক্তিযোদ্ধারা নানাভাবে মুক্তিসংগ্রামে অংশ নিয়ে হানাদার বাহিনীকে পরাস্ত করেছে। এখন আপনাদের দায়িত্ব চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া। বর্তমান সরকার আপনাদের সঙ্গে আছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট চলচ্চিত্র প্রদর্শক ও জাতীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, অভিনেতা সৈয়দ হাসান ইমাম, মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ওমর সানী, প্রযোজক খোরশেদ আলম খসরু এবং অনুষ্ঠানের আহ্বায়ক পরিচালক সাফিউদ্দিন সাফি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট মেহেদী হাসান সিদ্দিকী মনির। চলচ্চিত্রের বিভিন্ন শাখার ৪১ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেয়া হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, চিত্রপরিচালক মনতাজুর রহমান আকবর, এম এ খালেক, নূর মোহাম্মদ মনি, অভিনেতা সৈয়দ হাসান ইমাম, কামরুল আলম খান খসরু, মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা, রাইসুল ইসলাম আসাদ, প্রযোজক মীর এনামুল করিম আমান, এম এ মালেক, শহীদুল হক সিকদার, কুদ্দুসুর রহমান, হাফিজুর রহমান ঝন্টু, সৈয়দ আব্বাস হোসেন, এ কে এম রেজাউল করিম, গায়ক আবদুল জববার, রফিকুল আলম, ইন্দ্রমোহন রাজবংশী, সুজেয় শ্যাম, চিত্রগ্রাহক শফিকুল ইসলাম স্বপন, জিয়ারত হোসেন রাজু, নগেন্দ্র মোহন সাহা প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন