ভারতে স্যাটেলাইট টিভির পাশাপাশি ওয়েব মাধ্যমটিও এখন খুব জনপ্রিয়। টেলিভিশনের প্রযোজক আর এবং ক্রিয়েটিভ পরিচালক নিবেদিতা বসুও এই মাধ্যমে যুক্ত হয়েছেন। তিনি ডিজিটাল মাধ্যমের জন্য ‘স্পুক্স’ নামে বাস্তব ঘটনার উপর ভিত্তি করে দুই মিনিটের হরর নাটিকা তৈরি করবেন।
“আমি সবসময়ই ডিজিটাল মাধ্যমে কাজ করতে চেয়েছি। এই প্লাটফর্মে আমি যা সৃষ্টি করতে চাই তা উপস্থাপনা করা সহজ। থটগ্যাজমস-এর সঙ্গে এই সংশ্লিষ্টতা আমার এই যাত্রার সূচনা করবে,” নিবেদিতা বলেন। থটগ্যাজমস ইউটিউবের একটি চ্যানেল।
‘স্পুক্স’ পরিচালনা করছেন শ্রে রাই। কুঞ্জ আনন্দ এবং আঁচল গোস্বামী এতে অভিনয় করবেন। এই সিরিজটি এর মধ্যেই শুরু হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন