রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বাল্যবিয়ে না পড়ানোর শপথ পড়ালেন ইউএনও

| প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : মির্জাপুরে মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) ও হিন্দু বিবাহ রেজিস্ট্রার পুরোহিতদের বাল্যবিয়ে না পড়ানো শপথ পাঠ করিয়েছেন ইউএনও ইসরাত সাদমিন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাল্যবিয়ে মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ইউএনওর নেয়া নানা পদক্ষেপের অংশ হিসেবে উপজেলার সকল কাজীদের এ শপথ পাঠ করান তিনি। বাল্যবিয়ে সুন্দর দেশ ও সুস্থ জাতির গঠনের অন্তরায় এ বিষয়ে বিস্তারিত উপমা তুলে ধরে আলোচনা করেন ইউএনও। সভায় কাজীদের পক্ষ থেকে বাল্যবিয়ে না পড়ানো জন্য নির্বাহী কর্মকর্তাকে আশ্বস্ত করা হয়। সচেতনতামূলক আলোচনা শেষে ইউএনও ইসরাত সাদমিন কাজীদের বাল্যবিয়ে না করানোর জন্য শপথ বাক্য পাঠ করান। এ সময় উপজেলা কাজী সমিতি সভাপতি কাজী শফিকুল ইসলাম ও সম্পাদক হাফেজ মাওলানা ফরিদ হোসাইনসহ উপজেলার ১৭ জন কাজী ও একজন পুরোহিত উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন