শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভুয়া সাংবাদিকের কারাদন্ড

| প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষার কেন্দ্র থেকে অভিজিৎ ঢালী (৩০) নামে এক ভুয়া সাংবাদিককে আটক করে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুব জামিল ও মোঃ সাখাওয়াৎ হোসেন এ সাজা প্রদান করেন। অভিজিতের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাটের দিয়াপাড়া গ্রামে। গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার সরকার জানান, অভিজিৎ নিজেকে বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া এসোসিয়েশনের গোপালগঞ্জ জেলার দায়িত্বরত সিইও হিসেবে পরিচয় দিয়ে শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ কেন্দ্র প্রবেশ করেন। তিনি কেন্দ্রের বিভিন্ন রুমে ঢুকে শিক্ষকদের সাথে অসদাচরণ করেন। এ ছাড়া শিক্ষার্থীদের খাতা টানাটানি করে। এতে শিক্ষার্থীদের পরীক্ষায় ব্যাঘাত ঘটছিলো। বিষয়টি সন্দেহ হলে তাকে আটক করা হয়। তিনি আরো জানান, পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুব জামিল ও মোঃ সাখাওয়াৎ হোসেন ওই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন। অভিজিৎ ঢালী নামে কোন সাংবাদিক নেই বলে ওই প্রতিষ্ঠান নিশ্চিত করে। পরে দুই নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিজিৎ ঢালীকে ১ বছরের সাজা প্রদান করে। পুলিশ তাকে জেলা কারাগারে পাঠায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন