বিনোদন ডেস্ক : মাই সাউন্ডের ব্যানারে পহেলা বৈশাখে ব্যয়বহুল মিউজিক ভিডিও নিয়ে আসছেন জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক আরফিন রুমি। ‘তোমার মাঝে’ গানের শিরোনামের মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির হচ্ছেন তিনি। মিউজিক ভিডিওতে রুমির সঙ্গে মডেল হয়েছেন আফ্রি। এইচ এম রিপনের কথায় ও অমিত চ্যাটার্জির সুরে গানটির সংগীতায়োজন করেছেন রুমি নিজেই। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সামছুল হুদা। চিত্রগ্রহণ করেছেন মাহমুদুল হক সাইদ ও কোরিওগ্রাফি করেছেন হাবিব। মিউজিক ভিডিওটি সম্পর্কে রুমি বলেন, ‘তোমার মাঝে’ গানটি বেশ ভালো হয়েছে। যতœ নিয়ে গানটি করেছি। গানটির পাশাপাশি মিউজিক ভিডিওটি নিয়েও আমি আশাবাদী। মিউজিক ভিডিওটি খুব যত্ন করে নির্মাতা সামছুল হুদা নির্মাণ করেছেন। দর্শক নতুনত্বের ছোঁয়া পাবে। মিউজিক ভিডিওটি আসছে পহেলা বৈশাখে মাই সাউন্ডের ইউটিউব চ্যানেল, বেসরকারি চ্যানেলসহ বিভিন্ন অনলাইনে প্রকাশ হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন