আরো একটি ‘জেমস বন্ড’ চলচ্চিত্রে ব্রিটিশ গুপ্তচর জিরো জিরো সেভেনের ভূমিকায় ফিরতে পারেন অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ।
বেশ কয়েকটি সূত্র জানিয়েছে প্রযোজক বারবারা ব্রকোলি আরেকটি বন্ড ফিল্মে অভিনয় করার জন্য ক্রেইগকে রাজি করে ফেলেছেন। অভিনেতা প্রযোজক ডেভিড ওয়েলোয়োর সঙ্গে ‘ওথেলো’ মঞ্চনাটকে অভিনেতাটিকে দিয়ে কাজ করাবার পরই ব্রকোলি তাকে রাজি করিয়েছেন বলে জানা গেছে। এর আগে ২০১৫তে অভিনেতাটি ‘হাতের কবজি কেটে ফেলবেন কিন্তু ‘বন্ড’ ফিল্মে আর কাজ করবেন না’ বলে জানিয়েছিলেন।
সূত্র বলেছে : “ড্যানিয়েল ‘ওথেলো’ নিয়ে খুবই খুশি। এখন তার সঙ্গে বারবারার আলাপ আলোচনা সঠিক দিকেই যাচ্ছে। এর মধ্যে চিত্রনাট্যকারদ্বয় নিল পারভিস আর রবার্ট ওয়েডও চিত্রনাট্য লেখা শুরু করেছেন। ড্যানিয়েল পুরো সায় দিলেই নির্মাণ শুরু হবে।”
সূত্র আরো বলেছে : “এছাড়া বারবার বন্ডের ভ‚মিকায় টম হিডলস্টনকে ঠিক পছন্দ করছেন না। সে বন্ড চরিত্রের জন্য খুব বেশি ফিটফাট আর কম দুর্ধর্ষ।”
আরেকটি সূত্র জানিয়েছে ‘ওথেলো’তে ব্রকোলির সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই ক্রেইগের মন বদলে ভুমিকা রেখেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন