বিনোদন ডেস্ক: বাংলাদেশের চলচ্চিত্রে মুভি মোগল খ্যাত এ কে এম জাহাঙ্গীর খানের ৭৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গত শুক্রবার তার গুলশানের বাসায় পারিবারিকভাবে স্ত্রী, কন্যা ও পুত্ররা কেক কেটে জন্মদিন পালন করেন। জাহাঙ্গীর খানের অজান্তে পরিবারের সদস্যরা তাকে সারপ্রাইজ দেন। পড়ন্ত বয়সে জাহাঙ্গীর খান এমন আয়োজন দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। জাহাঙ্গীর খানের কন্যা বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও চিকিৎসক জাহানারা ফেরদৌস ঝুমু খান বলেন, আমার বাবা কোনো কিছু মনে রাখতে পারেন না। বয়স হয়েছে তাই আমরা এই দিনটিতে তাকে সারপ্রাইজ দিয়ে থাকি। উল্লেখ্য, জাহাঙ্গীর খানের জন্ম ১৯৩৯ সালের ২১ এপ্রিল চাঁদপুরে। প্রযোজক জাহাঙ্গীর খান সত্তর, আশি এবং নব্বইর দশকে এদেশের চলচ্চিত্রাঙ্গনে অনেক জনপ্রিয় ও সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তার প্রযোজনা সংস্থা আলমগীর পিকচার্স থেকে নির্মিত হয়েছে নয়নমনি, রাজসিংহাসন, বাদল, কুদরত, রাজকন্যা, তুফান, সওদাগর, পদ্মাবতী, শুভদা, চন্দ্রনাথ, রঙিন রাখাল বন্ধু, রঙিন রূপবান, রঙিন কাঞ্চন মালা, সাগার কন্যা, প্রেম দিওয়ানা, ডিসকো ড্যান্সার, বাবার আদেশ ইত্যাদি। জাহাঙ্গীর খান এখনো নিয়মিত অফিস করেন। তবে চলচ্চিত্র ব্যবসা গুটিয়ে নিয়েছেন। আগামী মাসে প্রকাশিত হচ্ছে জাহাঙ্গীর খানের জীবনী গ্রন্থ। সাংবাদিক আবদুল্লাহ জেয়াদ রচিত ’বাংলাদেশের মুভি মোগল এ কে এম জাহাঙ্গীর খান’ শীর্ষক ৪৫০ পৃষ্ঠার এই গ্রন্থটিতে জাহাঙ্গীর খানের জীবন ও কর্ম, মুভি মোগল হয়ে উঠার গল্প, তার প্রযোজিত ছবির বিবরণ, জনপ্রিয় গান, সংলাপ, নির্মাণের নেপথ্যের কাহিনী, শুটিং স্পটের মজাদার গল্পসহ থাকছে দুর্লভ স্থিরচিত্র। তথ্য সমৃদ্ধ এই গ্রন্থটি সাংবাদিক, গবেষক ও শিক্ষার্থীদের সহায়ক হিসেবে কাজে লাগবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন