শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কোটি ছাড়ালো এফ এ সুমনের জানরে তুই

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দর্শক ভিউতে কোটির ঘর ছাড়ালো সঙ্গীতশিল্পী এফ এ সুমনের গানের মিউজিক ভিডিও। তবে এটি তার অফিসিয়াল ভিডিও নয়। তার গানের আনঅফিশিয়াল একটি ভিডিওই এখন তোলপাড় করছে ইউটিউবসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। শখের বশেই খুলনার উদীয়মান ভিডিও নির্মাতা এম এ সোবহান ২০১৫ সালের ডিসেম্বরে নির্মাণ করেন ‘জানরে তুই’ গানের মিউজিক ভিডিও। কণ্ঠশিল্পী এফ এ সুমনের জনপ্রিয় এ গানের মডেল হয়েছিলেন স্থানীয় তরুণ মডেল জারা ও লিটন। নির্মাণের পর এলাকার ক্যাবল নেটওয়ার্কে প্রচার করে ভিডিওটি। একটা সময় নিজের ইউটিউব অ্যাকাউন্টে পোস্ট করেন সোবহান। ইউটিউবে এখন বইছে ‘জানরে তুই’ ভিডিওর ঝড়! এটি গত ২৬ এপ্রিল সকাল ১০টা নাগাদ ছাড়িয়েছে কোটি ভিউয়ারের মাইল ফলক। এফ এ সুমন বলেন, ‘যেহেতু গানটির ভিডিও ভিউয়ার ১ কোটি ছাড়িয়েছে, তাতে আমি আনন্দিত। তবে অবাক হইনি। কারণ গানটি অনেক আগেই কোটি কোটি দর্শকের হৃদয়ে পৌঁছে গেছে। তবে এ গানের ভিডিওটাও যে শ্রোতা-ভক্তরা এভাবে গ্রহণ করেছে সেজন্য সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। তবে এটি আমাদের অফিসিয়াল কোনো ভিডিও নয়।’ উল্লেখ্য, এ গানটির মাধ্যমেই মডেল জারা পেয়েছেন ব্যাপক খ্যাতি। রীতিমতো কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে অভিনয় করছেন। ২০১৫ ও ২০১৬ সালে জিপি ওয়েলকাম টিউনের টপচার্টে সর্বশীর্ষে ছিল এফ এ সুমনের গাওয়া ‘জানরে তুই’ গানটি। এখনো গানটি টপটেন-এ অবস্থান করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন