বিনোদন ডেস্ক : লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তী উপলক্ষে কন্ঠশিল্পী ওয়াহিদা রহমান এর রবীন্দ্রসঙ্গীতের একক অ্যালবাম সকরুণ বেণু। রবীন্দ্রনাথের জনপ্রিয় ৯টি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। অ্যালবামটির সঙ্গীতায়োজনে ছিলেন দূর্বাদল চট্টোপাধ্যায়। অ্যালবামটির গানগুলো হল- সকরুন বেনু বাজায়ে, যখন এসেছিলে অন্ধকারে, এসো এসো আমার ঘরে, আজ জোৎ¯œা রাতে সবাই, পুব হাওয়াতে দেয় দোলা, যে ছিল আমার স্বপনচারিনী, চোখের আলোয় দেখেছিলেম, দিয়ে গেনু বসন্তের ও শুধু যাওয়া আসা। অ্যালবামটি প্রসঙ্গে কন্ঠশিল্পী ওয়াহিদা রহমান বলেন, আমি চেষ্টা করেছি অ্যালবামটিতে। রবীন্দ্রনাথের জনপ্রিয় কিছু গান করেছি। আশা করি সকল রবীন্দ্র ভক্ত শ্রোতাদের গানগুলি অবশ্যই ভাল লাগবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন