শাহীন খান
বই মেলা
লেখক পাঠক আনন্দেতে
করতেছে হইচই!
প্রকাশকও বেজায় খুশি
সুখ উমেতে হৃদয় পুষি
হইহইরইরই!!
বই মেলা বই মেলা বই
কেউ বা কেনে কাব্য, ছড়া
পাতায় ছবি দারুণ ভরা
উপন্যাসও কেউ বা কিনেন
শোনো শোনো ওলো সই।
বই মেলা বই মেলা বই
অটোগ্রাফ, ফটোসেশন
জ্ঞানী, গুণীর সাথে মেশন
চায়ের কাপে ঝড় ওঠে ঠিক
পোরেন মুখে মিষ্টি দই।
ফাগুন এলো
জুলফিকার আলী
শীতের পৌষ ও মাঘ পেরিয়ে
ফাগুন এলো,
গাছে গাছে নতুন পাতা
খেলছে খেলও।
ফুটছে মুকুল গাছে গাছে
জুটছে অলি,
ফুলবনে সুবাস নিতে
ছুটছে চলি।
কোকিল ডাকে গাছের শাখায়
কি মধুর সুর,
ফাগুন এলো-ফাগুন এলো
হৃদয় পুর।
ফুলবাগিচা
গোলাম আশরাফ খান উজ্জ্বল
ফুলবাগিচায় ফুল ফুটেছে
গাইছে পাখি গান
ফুলবাগিচায় সোনামনি
হাসছে খুলে প্রাণ।
ফুল ফুটেছে ফুল ফুটেছে
গোলাপ জবা বেলি
আয় ছুটে আয় ছোটরা সব
ফুলবাগিচায় খেলি।
কিছু কথা
প্রনব কুমার
রাগে যে বেসামাল, হয়ে ছিঁড়ে চুল
সে হলো বড় বোকা করে বড় ভুল।
বেহিসেবে যে করে অর্থ খরচ
অভাবটা করিতেছে তাহারেই খোঁজ।
গান শুনে যে প্রাণে ওঠে না তো ঢেউ
তাকে ভালোবাসিওনা তুমি আমি কেউ।
মিছা কথা বলে যে, যে ঠকায় লোক,
তাকে দেখে চলে যাও ঘুরায়ে চোখ।
কথা দিয়া কথা যে, করে না তো রক্ষা।
একদিন সেও পাবে বড় এক ধোঁকা।
যার কথা মিঠা নয় মনও তার তিতা।
তাকে ভালোবাসাটাই একেবারে বৃথা
নিয়া সদা যে তোমারে দেয় না তো কিছু
সে হলো অতি হীন মন তার নিচু।
জ্ঞানী থাকে চুপচাপ কাজ করে বেশি
মূর্খ সদাই বকে তবু না সে সুখি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন